যুক্তরাষ্ট্রের মিশিগানে অনুষ্ঠিত হলো ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর বার্ষিক বনভোজন। বনভোজনটি গত রোববার রাজ্যের সেন্টার লাইন সিটির লরেন্স পার্কে বিভিন্ন আয়োজনে সম্পন্ন হয়। বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক শাহজাহান কিবরিয়া লিটনের সভাপতিত্ব এবং বাবুল মিয়া সুহেল ও সৈয়দ তায়েফুজ্জামান তায়েফের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে ফেঞ্চুগঞ্জ সোসাইটি অব মিশিগান ইউএসএর নেতারা ছাড়াও কমিউনিটির সর্বস্তরের প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
দিনভর এ বনভোজনে ছোট-বড় সবার জন্য খেলাধুলার আয়োজন করা হয়। ফেঞ্চুগঞ্জ সোসাইটির ক্রীড়া সম্পাদক রুবেল আহমদ সাজু ও সহক্রীড়া সম্পাদক দুলাল মিয়ার পরিচালনায় সম্পন্ন হয় বাঙালি ঐতিহ্যের বিভিন্ন খেলা। সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করে বনভোজনে উপস্থিত নারী পুরুষ ও শিশুদের মাতিয়ে রাখেন শিল্পীরা। তাছাড়া আগত অতিথিদের নিয়ে সংগঠনের পক্ষ থেকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
সবশেষে আকর্ষণীয় পর্ব রেফেল ড্রতে গাড়ি, ফ্রিজ, ল্যাপটপ, টেলিভিশনসহ একাধিক পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন আয়োজকরা। এতে প্রথম পুরস্কার গাড়ি জিতে নেন বড়লেখা উপজেলার আলী হোসেন। গাড়ি বিজয়ীর হাতে চাবি তুলে দেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া মাদ্রাসার সাবেক শিক্ষক ফয়জুর রহমান বাহারসহ ফেঞ্চুগঞ্জ সোসাইটির নেতৃবৃন্দ।
বনভোজনে ফেঞ্চুগঞ্জ উপজেলার অধিবাসীদের পরিবার ছাড়াও কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রায় চার শতাধিক নারী-পুরুষ ও শিশুরা অংশগ্রহণ করেন।