Connect with us

কমিউনিটি সংবাদ

বাংলাটাউন মেলায় মঞ্চ মাতালেন বেবী নাজনীন-লায়লা: প্রবাসীদের উচ্ছ্বাস

বাংলাটাউন মেলায় মঞ্চ মাতালেন বেবী নাজনীন-লায়লা: প্রবাসীদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস আর উন্মাদনার মধ্য দিয়ে শেষ হলো বাংলা টাউন মেলা। গত শুক্রবার উদ্বোধনের মাধ্যমে শুরু হওয়া এই মেলা রোববার রাতে জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজনীনের সুরের মূর্ছনায় সমাপ্তি ঘটে। ডেট্রয়েট সিটির জেইন ফিল্ডে বেবী নাজনীনের পাশাপাশি মঞ্চে সুরের ঢেঊ তোলেন হালের জনপ্রিয় ফোক গানের শিল্পী লায়লা ও রেশমী মির্জা। বাংলাটাউন মেলায় শনিবার বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ফোক গানের শিল্পী লায়লা, রিয়া রহমানসহ স্থানীয় শিল্পীদের সুরের উন্মাদনায় মাতেন তরুণ-তরুণীরা।
রিচি সোলাইমানের প্রাণবন্ত উপস্থাপনায় শেষদিন রোববার যোগ দেন সংগীত শিল্পী রেশমি মির্জা ও বাংলাদেশের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। বেবী নাজনীনের উপস্থিতিতে দর্শকদের মাঝে উন্মাদনার রেশ যেন বহুগুণে বেড়ে যায়। মঞ্চে জনপ্রিয় এই শিল্পীর একের পর এক পরিবেশনায় প্রবাসীদের মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।
তিনদিনব্যাপী এই মেলাজুড়ে থাকা বিভিন্ন স্টলে ছিল বাংলাদেশি পন্যের সমাহার। এসব স্টলে ছিল দেশি-বিদেশী পোশাক, খেলনা সামগ্রী, বাঙালি পণ্য, জুয়েলারি। তাছাড়া দেশীয় স্বাদের খাবারে ব্যস্ত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে মেলা উপলক্ষে রেফেল ড্রতে প্রথম পুরস্কার হিসেবে উপহার দেয়া হয় একটি গাড়ি। মেলা কমিটির সদস্য সচিব শাকের উদ্দিন সাদেক আগত প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে মেলার ইতি টানেন।

Advertisement
Comments
Advertisement

Trending