Connect with us

কমিউনিটি সংবাদ

কানাডা মাতালো ‘উত্তর আমেরিকা নজরুল সম্মেলন’

Published

on

কানাডা মাতালো ‘উত্তর আমেরিকা নজরুল সম্মেলন’

কানাডায় অনুষ্ঠিত হলো উত্তর আমেরিকা নজরুল সম্মেলন। সম্প্রতি চায়নিজ কালচারাল সেন্টার অফ গ্রেটার টরন্টোর সুদৃশ্য মিলনায়তনে ২০তম উত্তর আমেরিকা নজরুল সম্মেলনের আয়োজন বসে। উত্তর আমেরিকা নজরুল সম্মেলন কমিটির মনোনীত স্বাগতিক শহর টরন্টোতে এই সম্মেলনের আয়োজন করেন আহ্বায়ক ইলোরা আমিন ও আয়োজক সংগঠন দেশী টেলিভিশন, কানাডা। দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে নজরুল মিলনায়তন ছিল কানায় কানায় পূর্ণ। আয়োজক সংগঠন দেশী টেলিভিশনের ঐকান্তিক প্রচেষ্টায় অনুষ্ঠানের প্রতিটি পর্বে ছিল নান্দনিকতা ও বৈচিত্র্যককে সমাহার। দর্শক-শ্রোতা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন এই বর্ণিল মঞ্চ আয়োজন। অনুষ্ঠানের প্রথমার্ধে বক্তব্য রাখেন মাহমুদ মুশাররাফ হুসাইন, ড. ওয়াদুদ ভুঁইয়া, মাহমুদ বিল্লাহ, ইলোরা আমিন ও ড. খান মনজুর-ই-খোদা। অন্টারিও প্রদেশের মাননীয় এমপিপি ডলি বেগম অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছাবাণী দিয়ে অভিনন্দিত করেন নজরুল সম্মেলন উদযাপন পরিষদকে। আয়োজনের দ্বিতীয়ার্ধে প্রামাণ্যচিত্র ‘জ্যোতির্ময় নজরুল’, টরন্টোতে নির্মিত চলচ্চিত্র ‘রাক্ষসী’, নজরুল পৌত্রী অনিন্দিতা কাজীর পরিবেশনায় ‘ঠাকুরদা’র ঝুলি’, সঙ্গীতশিল্পী খায়রুল আনাম শাকিলের কন্ঠে অত্যন্ত শ্রুতিমধুর একরাশ নজরুল সঙ্গীতসহ বিষয়ভিত্তিক আবৃত্তি, গান, নাচ, শিশু-কিশোর-তরুণ প্রজন্মের পরিবেশনা ও সেমিনার সহ বিভিন্ন আকর্ষণীয় পর্ব অনুষ্ঠানের মানকে করে আভিজাত্যপূর্ণ।
মানবতার দর্শনে বিশ্বাসী বাঙালির কবি কাজী নজরুল ইসলামের অসামান্য সৃষ্টি ও দর্শনকে ঘিরে সুস্থ ধারার বাংলা সংস্কৃতির এই বর্ণাঢ্য আয়োজন ও ১২৫টি মোমের আলোয় কবির জন্মজয়ন্তী উদযাপন টরন্টোবাসী দর্শক-শ্রোতা মনে রাখবে বহুদিন।

Advertisement
Comments
Advertisement

Trending