Connect with us

কমিউনিটি সংবাদ

জালালাবাদের যৌথ সভা অনুষ্ঠিত

Published

on

newyork-somoy

জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর যৌথ সভা অনুষ্ঠিত হয়ে গেল। গত ২৫ আগস্ট রোববার সন্ধ্যায় সিটির নিরব পার্টি হলে অনুষ্ঠিত হওয়া এ সভার শুরুতেই বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও শোক প্রস্তাব গৃহীত হয়।
এ সময় সংগঠনটির সভাপতি বদরুল খানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত রোকন হাকিমের পরিচালনায় যৌথ সভায় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টি সদস্য বদরুন নাহার খান মিতা, সদরুন নূর, সৈয়দ নাজমুল হাসান কুবাদ, সহ-সভাপতি মো. লোকমান হোসেন লুকু, সহ-সভাপতি মো. শফিউদ্দিন তালুকদার, সহ-সভাপতি শামীম আহমেদ, সংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক জাহিদ আহমেদ খান, কার্যকারী পরিষদের সদস দেলোয়ার হোসেন মানিক ও হুমায়ুন কবির সোহেল প্রমুখ।
সভায় সূচনা বক্তব্যে সভাপতি বদরুল খান জানান, চলতি বছরের ২৮ এপ্রিল সহ-সভাপতি বশির খানকে দেয়া কারণ দর্শানোর নোটিশের উত্তর না দেওয়ায় যৌথ সভার সিদ্ধান্তক্রমে এই পদটি শূন্য বলে ঘোষণা করেন। এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদিকা সূচিপা চৌধুরীকে কারণ দর্শনোর নোটিশের উত্তর না দেওয়ায় তার পদটিও শূন্য বলে গ্রহন করেন সভাপতি বদরুল খান। কার্যকরী সদস্য মিজানুর রহমান তার পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করলে এই পদটিও শূন্য বলে গৃহীত হয়। পরবর্তীতে যৌথ সভার সর্বসম্মতিক্রমে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউএসএ ইনকের সাবেক সাধারণ সম্পাদক ও এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব আমেরিকা ইনকের সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে সহ-সভাপতি (মৌলভীবাজার) পদে এবং সদস্য (মৌলভীবাজার) পদে মো. ফজল খানকে মনোনীত করা হয়। এছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক পদে সারা উদ্দিনকে মনোনীত করা হয়েছে। সভায় কার্যকরী পরিষদের পক্ষ থেকে গঠনতন্ত্র সংশোধনী উপকমিটির আরো একজন সদস্য নেওয়ার প্রস্তাব গৃহীত হয়। নতুন গঠনতন্ত্র সংশোধনী কমিটির সদস্য হলেন মিনহাজ আহমেদ (সামু)।
বাংলাদেশে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য জানালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ত্রাণ কালেকশন চলমান রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এলক্ষ্যে প্রবাসে সকল জালালাবাদবাসীকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করা হয়েছে। তাৎক্ষনিকভাবে কার্যকরী কমিটির পক্ষ থেকে ৩ হাজার ডলার সংগ্রহ করা হয়।
এছাড়া আগামী ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নবান্ন রেস্টুরেন্টে শূন্য পদে নতুন মনোনীত সদস্যদের শপথ গ্রহণ এবং অপূর্ণাঙ্গ কমিটির পরিচিতি আনুষ্ঠিত হবে বলে সভা থেকে জানানো হয়।

Advertisement
Comments
Advertisement

Trending