পরানে আগ্রাবাদ ইউএসএ-এর সপ্তম পুনর্মিলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৩ই সেপ্টেম্বর, শুক্রবার, সন্ধ্যা ৭টায়। নিউইয়র্কের কুইন্সের আল আকসা পার্টি হলের এই মিলনমেলায় মিলিত হবে বহু চেনা মুখ। রোমন্থন করা হবে আগ্রাবাদের সেই সোনালি স্মৃতিগুলো।
এই মিলনমেলায় সবাই একে অপরের সাথে গল্প করে, স্মৃতির পাতায় থাকা সেই দিনগুলোকে স্মৃতিচারণ করে সুন্দর একটি মনোরম সন্ধ্যার স্বাদ নেওয়ার জন্য একত্রিত হবে। পরানে আগ্রাবাদ পুনর্মিলনী শুধু মাত্র একটি অনুষ্ঠান নয়, এটি শেকড়ের সাথে নিজেদের বন্ধনকে আবারও জোরদার করার এক অনন্য সুযোগ।
আপনার উপস্থিতি এই পুনর্মিলনীকে আরও আনন্দময় ও প্রাণবন্ত করে তুলবে। অপেক্ষায় আছি সেই মুহূর্তের, যখন একসাথে পুরোনো দিনের স্মৃতিতে ডুব দেবো এবং নতুন স্মৃতি তৈরি করবো। আপনার সান্নিধ্যে আগ্রাবাদিয়ান পরিবার আরও সমৃদ্ধ হবে এবং এই পুনর্মিলনী হয়ে উঠবে এক অনন্য মিলনমেলা, যেখানে সবার হৃদয়ে আগ্রাবাদের সেই চিরন্তন বন্ধন আবারও জাগ্রত হবে।
এই অনুষ্ঠানে আপনার উপস্থিতি দিয়ে এই সন্ধ্যাকে আরও স্মরণীয় করে তুলুন। পুনর্মিলনীতে অংশগ্রহণ করতে আগ্রহীদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করে নাম নিবন্ধন করার জন্য বিনীত ভাবে অনুরোধ জানানো হয়েছে।