Connect with us

কমিউনিটি সংবাদ

শেষ হলো দু’দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন

Published

on

শেষ হলো দু’দিনব্যাপী বাংলাদেশ কনভেনশন

নিউইয়র্কে অনুষ্ঠিত হয়ে গেল দুই দিনব্যাপী ষষ্ঠ বাংলাদেশ সম্মেলন। শনি ও রোববার নিউইয়র্কের জ্যামাইকার ম্যারি লুইস একাডেমিতে অনুষ্ঠিত এ সম্মেলনে হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলার সংস্কৃতি তুলে ধরেছিল নিউইয়র্কের শো টাইম মিউজিক। এ সম্মেলনের আয়ের অর্থ বাংলাদেশের বন্যার্ত মানুষের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম।
দুই দিনের এ সম্মেলনে আলমগীর খান আলম খান ছাড়াও বক্তব্য দেন ব্যবসায়ী শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, ফকরুল ইসলাম দেলোয়ার, জাহাংগীর হোসেন বাবুল, ইশতিয়াক রুমি, আব্দুর রশিদ ও ইঞ্জিনিয়ার খালেক প্রমুখ।
আলমগীর খান আলম বলেন, আমাদের আগামী প্রজন্ম যারা আমেরিকান পতাকার পাশাপাশি বাংলাদেশের লাল সবুজের পতাকাও তুলে ধরবে সবার মাঝে। এভাবেই প্রজন্ম থেকে প্রজন্মান্তরে উড্ডয়মান থাকুক ভালোবাসার লাল সবুজ।
বাংলাদেশ থেকে পৃথিবীর প্রায় সবচেয়ে বেশি দূরত্বে অবস্থিত উত্তর আমেরিকায় বসবাসকারী বাঙালিদের মধ্যে সামাজিক বন্ধন ও ভাতৃত্ববোধ সুদৃঢ় করার লক্ষ্যে প্রায় অর্ধযুগ পূর্বে শুরু হয় এই বাংলাদেশ সম্মেলন।
তিনি বলেন, দুই দিনব্যাপী বাংলাদেশ সম্মেলনে ছিল না কোন প্রবেশ মূল্য। অনুষ্ঠানে ছিল সেমিনার, কাব্য জলসা, ফ্যাশন শো, আকর্ষণীয় শাড়ি কাপড়, জুয়েলারি, খাবার স্টল এবং দেশ ও প্রবাসের শিল্পীদের পরিবেশনায় আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, নিলীমা শশী, কৃষ্ণা তিথি, ত্রিনিয়া হাসান, শামীম সিদ্দিকী, কামরুজ্জামান বকুল, রায়ান তাজ, প্রেমা রহমান, প্রমি তাজ, মিঠু মাহমুদ, নিপা জামান, শাহ মাহবুব, রানো নেওয়াজ, বাবুল ফকরুল, আফতাব জনি, কাজল, মনিকা দাস, আনিক রাজ, আমান, বিন্দু কণা, পুলক, নাজু আখন্দ ও আমান।

Advertisement
Comments
Advertisement

Trending