Connect with us

কমিউনিটি সংবাদ

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৭ অক্টোবর, দুই প্যানেল থেকে ৪০ মনোনয়নপত্র সংগ্রহ

Published

on

বাংলাদেশ সোসাইটির নির্বাচন ২৭ অক্টোবর, দুই প্যানেল থেকে ৪০ মনোনয়নপত্র সংগ্রহ

আগের ঘোষিত তফসিল অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা আগামী ২৭ অক্টোবর রোববার সংগঠন বাংলাদেশ সোসাইটির কার্যকরী পরিষদের ১৯টি পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা তফসিল ঘোষণা করেছে। এদিন সকাল থেকে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হবে।
৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সিটির পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মোট ভোটার ১৮ হাজার ৬১৩ জন। গত ২২ আগস্ট বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ সোসাইটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন।
ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ আগস্ট রোববার ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। এদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী ১৯টি পদের জন্য দুটি প্যানেল থেকে ৩৮টি এবং দুজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট জামাল আহমেদ জনি জানান, মনোনয়ন পত্র জমা নেওয়া হবে ২ সেপ্টেম্বর সোমবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত।
এছাড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে ৩ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টা থেকে রাত ১টা পর্যন্ত।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। আপিল ও শুনানি ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার ৭ সেপ্টেম্বর শনিবার বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৮ সেপ্টেম্বর রোববার বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রার্থীদের সংখ্যা ও এলাকা বিবেচনা করে এবারের নির্বাচনের জন্য ৫টি ভোট কেন্দ্র করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফি ৫ হাজার ৫০০ ডলার। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফি চার হাজার দুইশ ডলার।
সভাপতি পদে ৪ হাজার ৫০০ ডলার, সহ- সভাপতি পদে চার হাজার ডলার, সহ-সাধারণ সম্পাদক পদে দুই হাজার ৭০০ ডলার, কোষাধ্যক্ষ পদে দুই হাজার ৫০০ ডলার, সাং- গঠনিক সম্পাদক পদে এক হাজার ৮০০ ডলার, সম্পাদকীয় প্রতিটি পদে এক হাজার ৫০০ ডলার এবং কার্যকরী সদস্য পদে মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার ২০০ ডলার।

Advertisement
Comments
Advertisement

Trending