Connect with us

কমিউনিটি সংবাদ

রোববার কুলাউড়া ও জুড়ী উপজেলার বনভোজন

Published

on

newyork-somoy

কুলাউড়া ও জুড়ী উপজেলাবাসীর উদ্যোগে আগামী ১ সেপ্টেম্বর এস্টোরিয়া পার্কে পৃথকভাবে বনভোজনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি ওইদিন কুলাউড়া সমিতি বন্যায় আক্রান্ত বানভাসি মানুষের জন্য তহবিলও সংগ্রহ করবে। যারা বন্যার্তদের সাহায্য করতে আগ্রহী, তাদের প্রতিও এ আয়োজনে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। আয়োজকেরা জানান, আগামী ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত কুলাউড়া ও জুড়ী উপজেলা নিউইয়র্কবাসীর পক্ষ থেকে পৃথকভাবে এস্টোরিয়া পার্কে বনভোজন ও মিলনমেলার আয়োজন করা হয়েছে। এতে সপরিবারে অংশগ্রহণের জন্য আয়োজকরা সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানে কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ ইনক-এর সভাপতি শাহ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক জাবেদ আহমেদ মানবতার কল্যাণে আয়োজিত এই বনভোজন ও ত্রাণ তহবিল সংগ্রহ অভিযানে সবাইকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে জুড়ীবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আবুল খায়ের (মজনু), সদস্যসচিব মোহাম্মদ নাসির উদ্দিন ও অর্থসচিব ফয়সল আহমেদ। সমন্বয়কারীর দায়িত্ব পালন করবেন জালাল আহমেদ চৌধুরী (পশ্চিম জুড়ী), আব্দুল মোক্তাদির (পূর্ব জুড়ী), আবুল হোসেন (গোয়ালবাড়ী), জাকির হোসেন (সাগরমাল), মামুন আহমেদ (ফুলতলা) ও আবুল হোসাইন (জায়ফরনগর)।
জুড়ীবাসীর অনুষ্ঠানে থাকছে আকর্ষণীয় রেফল ড্র। প্রথম পুরস্কার সোনার চেইন (স্পন্সর: মঈনুল ইসলাম, সভাপতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক), দ্বিতীয় পুরস্কার টেলিভিশন (স্পন্সর: রাবেয়া বকত, মহিলা সম্পাদিকা, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন), তৃতীয় পুরস্কার ল্যাপটপ (স্পন্সর: ফজলুর রহমান, সভাপতি, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট আসোসিয়েশন), চতুর্থ পুরস্কার আইপ্যাড (স্পন্সর: আলাল আহমেদ চৌধুরী, ইমিগ্র্যান্ট এন্ডার্ট হোম কেয়ার)। এছাড়া থাকছে আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। জুড়ীবাসীর পক্ষ থেকে অনুষ্ঠানে আহ্বায়ক মোহাম্মদ আৰুল খায়ের (মজনু), সদস্যসচিব মোহাম্মদ নাসির উদ্দিন সপরিবারে অংশগ্রহণের জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

Advertisement
Comments
Advertisement

Trending