Connect with us

কমিউনিটি সংবাদ

রিজু মোহাম্মদ টানা চার বার প্রচার সম্পাদক নির্বাচিত

Published

on

রিজু মোহাম্মদ টানা চার বার প্রচার সম্পাদক নির্বাচিত

যুক্তরাষ্ট্র প্রবাসীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটি’র নির্বাচনে টানা চতুর্থবারের মতো জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিজু মোহাম্মদ। সর্বশেষ তিনি এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘সেলিম-আলী’ প্যানেল থেকে বিনা প্রতিদ্বদ্বতায় নির্বাচিত হয়েছেন।
জানা গেছে, সোসাইটির এবারের দ্বিবার্ষিক কার্যকরী পরিষদের নির্বাচনে প্রচার ও গণসংযোগ সম্পাদক পদে রিজু মোহাম্মদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এর আগেও পর পর তিন মেয়াদে রিজু মোহাম্মদ বাংলাদেশ সোসাইটির প্রচার ও গণসংযোগ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। বয়সে অপেক্ষাকৃত তরুণ হলেও রিজু মোহাম্মদ সংগঠক হিসাবে অভিজ্ঞ। পেশায় সাংবাদিক হলেও সামাজিক কর্মকাণ্ডে তার কর্মকাণ্ড সর্বজনবিদিত। তিনি আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং এবি মিডিয়া গ্রুপের কর্ণধার। নিউইয়র্কে তিনি এটিএন বাংলা, এটিএন নিউজ, চ্যানেল আই, এনটিভি এবং অধুনালুপ্ত এসএ টিভিতে কাজ করেছেন। এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন রিজু মোহাম্মদ। সিলেটের বিয়ানীবাজারের সন্তান রিজু মোহাম্মদের বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। লেখাপড়াও করেছেন নিউইয়র্কে। সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করেছেন বিয়ানীবাজার সমিতির কার্যকরী পরিষদে। ছিলেন এই সংগঠনের নির্বাচন কমিশনারও। জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বর্তমান যুগ্ম সম্পাদক। রিজু মোহাম্মদের বাবা আব্দুল খালেক লালু বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক। তার মা একজন গৃহিণী। রিজু মোহাম্মদ বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।

Advertisement
Comments
Advertisement

Trending