জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জে মোল্লা সানী। ব্যক্তিগত কারণ জানিয়েই তিনি গত ২৮ অক্টোবর পদত্যাগ করেন। তবে ফ্রেন্ডস সোসাইটির কর্মকাণ্ডের সাখে তিনি সম্পৃক্ত থাকবেন বলে জানিয়েছেন। এদিকে তার পদত্যাগের বিষয়ে সংগঠনের কার্যকরী পরিষদের সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
নিউইয়র্কের অন্যতম সামাজিক সংগঠন জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে পদত্যাগ সম্পর্কে জে মোল্লা সানী বলেন, বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে কেন্দ্র করে গত ৩ মাস ব্যস্ত ছিলাম। এজন্য পরিবার ও নিজ ব্যবসায় সময় দিতে পারিনি। এমতাবস্থায় যথাযথভাবে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন সম্ভব নয়। তাছাড়া দুই বছরের মতো সময় তো দায়িত্ব পালন করেছি এবং অনেক সফল অনুষ্ঠানও করেছি। সব ভেবে নিজ দায়িত্বেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি এবং গত ২৮ অক্টোবর সভাপতিকে পদত্যাগের কথা জানিয়েছি।
এ ব্যাপারে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের দৃষ্টি আর্কষন করলে তিনি বলেন, ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকে জে মোল্লা সানী পদত্যাগ করেছেন। বিষয়টি তিনি জানিয়েছেন। এখন এবিষয়ে অন্য কিছু বলার নেই, তবে তার পদত্যাগের বিষয়ে সংগঠনের কার্যকরী পরিষদের সভায় আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসেল ইতিপূর্বে পদত্যাগ করার পর ২০২২ সালের মাঝামাঝি জে মোল্লা সানী সংগঠনের সাধারণ সম্পাদক মনোনীত হন।