Connect with us

কমিউনিটি সংবাদ

নিউ ইয়র্কে শিল্পাঙ্গনের ৩৫তম নাট্যপ্রযোজনা

Published

on

নিউ ইয়র্কে শিল্পাঙ্গনের ৩৫তম নাট্যপ্রযোজনা

নিউইয়র্কে শিল্পাঙ্গনের ৩৫তম প্রযোজনা “শোধ” মঞ্চায়িত হতে যাচ্ছে আগামী ২২শে ডিসেম্বর। কিংবদন্তি নাট্যজন আবুল হায়াত প্রবাসে শিল্পাঙ্গনের নাট্যপ্রয়াসে উদ্বুদ্ধ হয়ে তাঁর অত্যন্ত শক্তিশালী নাটক “শোধ” উপহার দেন শিল্পাঙ্গনকে। সমরেশ মজুমদারের “বড় পাপ হে” গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আবুল হায়াত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচনা করেন “শোধ”। আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, মুক্তিসংগ্রামী মানুষদের হত্যা করেছিল, তারা ও তাদের বংশধর বারবার আক্রমণ করে আমাদের স্বাধীন দেশকে এবং নিরীহ জনগণকে। ইতিহাসের ভুল ব্যাখ্যা দিয়ে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত করার প্রয়াস তাদের সর্বদা। কিন্তু সত্যকে যেমন চাপা দেয়া যায় না তেমনি মহান মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সরিয়ে বাংলাদেশের মানুষকে কখনো ভিন্নপথে ধাবিত করা যায় না। স্বাধীন বাংলাদেশের মানুষ যুগে যুগে মুক্তিযুদ্ধের জয়গান গেয়ে যাবে। এমনি এক আহ্বানের শৈল্পিক প্রতিচ্ছবি তৈরী করেছেন আবুল হায়াত তাঁর “শোধ” নাটকে।
মোহাম্মদ নজরুল ইসলামের নির্দেশনায় “শোধ” নাটকে অভিনয় করছেন রাফিয়া খান নিশি, শফিউল আলম, আহসান উল্লাহ, এবং মোহাম্মদ নজরুল ইসলাম। শব্দ ও আলোক নিয়ন্ত্রণে থাকছেন হাসিব হোসেন। মঞ্চ ব্যবস্থাপনায় সোনিয়া পান্না, স্বপন কবীর, এবং আনোয়ার সেলিম। ২২শে ডিসেম্বর শিল্পাঙ্গনের বিজয় দিবসের অনুষ্ঠানে নিউ ইয়র্কের লেভিটটাউন হলের মিলনায়তনে মঞ্চায়িত হবে আবুল হায়াতের নাটক “শোধ”। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন তৌকীর আহমেদ এবং বিপাশা হায়াত।
শিল্পবোদ্ধারা বলছেন, নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত শিল্পাঙ্গন বাংলা সৃজনশীল চর্চার একটি কেন্দ্র। বাংলা শিল্প ও সাহিত্যের সকল ধারায় নিয়মিত প্রশিক্ষণ ও সাধনার মাধ্যমে পেশাদার মানের পরিবেশনায় ব্রত রয়েছে সংগঠনটি। শিল্পাঙ্গনের একটি শক্তিশালী শাখা হচ্ছে নাটক বিভাগ, যা বছরজুড়ে ওয়ার্কশপ ও মহড়ায় ব্যস্ত থাকে এবং মঞ্চে নিয়মিত নাটক উপস্থাপন করে।

Advertisement
Comments
Advertisement

Trending