Connect with us

কমিউনিটি সংবাদ

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের ৫ লাখ টাকা অনুদান

Published

on

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এনওয়াইবিএ লায়ন্স ক্লাবের ৫ লাখ টাকা অনুদান

নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বাংলাদেশের বন্যাদুর্গতদের পুনর্বাসন কার্যক্রমে সহায়তার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। গত ২৩ নভেম্বর ‘সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের মাধ্যমে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলের ব্যাংক্ একাউন্টে ৫ লাখ ১শত ১৬ টাকা পাঠানো হয়। এ সময় নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো: নাজমুল হুদা নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের কর্মকর্তাদের চা-এর আমন্ত্রণ জানান। ২৫ নভেম্বর, সোমবার নিউইয়র্কস্থ কনসাল জেনারেল নাজমুল হুদার হাতে এ অর্থ পাঠানোর সার্টিফিকেট তুলে দেয়া হয়।
এ সময় ক্লাবের বর্তমান ক্লাব লায়ন প্রেসিডেন্ট রকি আলিয়ান, সাবেক প্রেসিডেন্ট লায়ন আসেফ বারী টুটুল, সাবেক প্রেসিডেন্ট লায়ন শাহ নেওয়াজ, সাবেক প্রেসিডেন্ট ও এই প্রকল্পের কনভেনর লায়ন মোহাম্মদ সাঈদ,সাবেক প্রেসিডেন্ট লায়ন আহসান হাবিব, লায়ন গিয়াস আহমেদ,লায়ন মুনমুন হাসিনা বারী ট্রেজারার, লায়ন এফইএমডি রকি, লায়ন মশিউর রহমান,লায়ন সাইফুল ইসলাম,লায়ন মাসুদ রানা তপন,লায়ন এনামুল হক এনাম, লায়ন আনিসুল ইসলাম টনি, লায়ন অনিক রাজ, লায়ন এজাজুল ইসলাম নাঈম, লায়ন শাহ শহিদুল হকসহ ক্লাব কর্মকর্তারা উপস্থিত হয়েছিলেন। কনস্যুলেটের পক্ষ থেকে কনসাল জেনারেল মো: নাজমুল হুদা’র সাথে কনস্যুলেটের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন কাউন্সেলর ডেপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান ও এন্ড হেড অফ চ্যানসেরি ইসরাত জাহান।
কনসাল জেনারেল মো: নাজমুল হুদা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ হয়ে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের সকলকে ধন্যবাদ জানান। প্রবাস থেকে এটি একটি মহৎ উদ্যোগ বলে উল্লেখ করেন।
উল্লেখ্য,নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব বিভিন্ন সেবামূলক ও এওয়ারনেসভিত্তিক কাজ করে থাকে, যার মধ্যে রয়েছে রক্তদান কর্মসূচী, বাংলাদেশের বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ, নিউইয়র্কে বিভিন্ন বরোতে শীত বস্ত্র বিতরণ, ফ্লু-শট কর্মসূচি, উচ্চ রক্ত চাপ বিষয়ে সচেতনতাবৃদ্ধি ইত্যাদি উল্লেখযোগ্য।
নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাব কোভিড-১৯ মহামারীর সময়ও স্বাস্থ্যসচেতনতা, ফ্লু-শট,রক্তদান, বিভিন্ন সেফটি সামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে কমিউনিটিতে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে।
নিউইয়র্ক বাংলাদেশি-আমেরিকান লায়ন্স ক্লাবের উদ্যোগে নিউইয়র্কস্থ জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটে নবান্ন রেস্টুরেন্টের সামনে ২ শতাধিক নারী-পুরুষদের ফ্রি ব্লাড প্রেসার চেক-আপ ও রক্তচাপ সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার, ২৪ নভেম্বর বিকেলে। এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট ও কিংস কাউন্টি হাসপাতালের ফিজিশিয়ান অ্যাসোসিয়েট মশিউর রহমান মজুমদার। তাকে সহায়তা করেছেন মেডিক্যাল এসিস্টেন্ট ইসরাত পৃথা।
অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ক্লাব প্রেসিডেন্ট লায়ন রকি আলিয়ান, ক্লাবের সাবেক প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সাঈদ এর ব্লাড প্রেসার চেক-আপ এর মাধ্যমে।
মশিউর রহমান মজুমদার সেবা গ্রহণকারীদের উদ্দেশ্যে রক্তচাপের সমস্যা, তার প্রভাব এবং নিয়মিত চেক-আপের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরও বলেন, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে মারাত্মক বিপদের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া সম্ভব, এবং এটি সহজে প্রতিরোধযোগ্য।
এসময় ব্লাড প্রেসার জনসচেতনতা, জটিলতা ও করণীয় বিষয়ে প্রকাশিত বিভিন্ন লিটারেচার প্রবাসীদের মাঝে বিতরণ করা হয়।
কর্মস‚চি পালনে সার্বিক সহযোগীতা করেছেন ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হাসান জিলানী, কার্যকরী সদস্য লায়ন রানো নেওয়াজ, জয়েন্ট সেক্রেটারী লায়ন আনিসুল ইসলাম টনি, জয়েন্ট সেক্রেটারী লায়ন গোলাম এন হায়দার মুকুট, লায়ন এনামুল হক এনাম, লায়ন মফিজুর রহমান, লায়ন অনিক রাজ ও লায়ন এজাজুল ইসলাম নাঈম প্রম‚খ।
অনুষ্ঠানটি বিভিন্ন গুরুত্বপ‚র্ণ তথ্য ও পরামর্শ দিয়ে শেষ হয়, যা অংশগ্রহণকারীদের সুস্থ জীবনযাপন এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করবে।

Advertisement
Comments
Advertisement

Trending