Connect with us

কমিউনিটি সংবাদ

তৃতীয় বার্ষিক বিজনেস এক্সপো-২০২৪: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন ব্যবসায়িক সম্ভাবনা উন্মোচনে সাফল্যের সাক্ষী

Published

on

তৃতীয় বার্ষিক বিজনেস এক্সপো-২০২৪: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন ব্যবসায়িক সম্ভাবনা উন্মোচনে সাফল্যের সাক্ষী

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বি-পাক্ষিক ব্যবসায়িক সম্প্রসারণে মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং নতুন সম্ভাবনা উন্মোচনে একটি বড় সাফল্যের সাক্ষী হলো তৃতীয় বার্ষিক বিজনেস এক্সপো-২০২৪। গত ২৩ নভেম্বর শনিবার নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট ম্যারিয়ট হোটেলে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ইউএসবিসিসিআই) উদ্যোগে এই বিজনেস এক্সপো অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল ব্যবসায়িক সম্প্রদায়ের সংযোগ স্থাপন। এই থিমের ওপর ভিত্তি করে ইভেন্টটি ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তি এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল নিয়ে কাজ করেছে।
বিজনেস এক্সপোতে ছিলেন

বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা বাংলাদেশ-মার্কিন বাণিজ্যিক সম্পর্কের গুরুত্ব এবং নতুন দিক সম্পর্কে দৃষ্টিভঙ্গি শেয়ার করেছেন।
বিভিন্ন পর্বে গবেষণা ও পর্যবেক্ষণমূলক বক্তব্য রাখেন- হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ও সিইও লিটন আহমেদ, গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মার্ক জাফ, কুইন্স চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট টমাস জে গ্রেচ, নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল এসএম নাজমুল হাসান, নিউইয়র্ক অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৬-এর অ্যাসেম্বলি মেম্বার জোহরান কে মামদানি প্রমুখ।
তারা এই এক্সপোর প্রশংসা করেন এবং নানাবিধ কারণে বাংলাদেশের সাথে আমেরিকার ব্যবসায়িক সম্পর্ক ক্রমান্বয়ে জোরদার হচ্ছে বলে উল্লেখ করেন। বিশেষ করে নতুন ব্যবসায়ীরা এই এক্সপো-কে অন্যতম অবলম্বন হিসেবে মনে করছেন বলে অনেকে উল্লেখ করেন।
নিউইয়র্কে ক্ষুদ্র ব্যবসা প্রশাসনের নির্বাহী উপদেষ্টা জেনি লো এক সেমিনারে অংশ নিয়ে বলেন, বাংলাদেশি নারী ব্যবসায়ীরা কোনও উদ্যোগ নিলে সহজেই প্রয়োজনীয় ঋণ পাবেন। সংখ্যালঘু ব্যবসায়ীদের জন্য বিরাজমান সুযোগ-সুবিধা নিয়ে এই সিটির শত-সহস্র নারী ইতোমধ্যেই স্বাবলম্বী হয়েছেন। বাংলাদেশি উদ্যমী নারীরাও সে সুযোগ নিতে পারবেন। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নিয়ে প্যানেল আলোচনায় মডারেটর ছিলেন মফিজুল ইসলাম। এ পর্বে বিস্তারিত আলোকপাত করেছেন এসজে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম, আলগোরিজিনের সিইও সিয়াম হোসেন এবং টেকনোলজি বিশেষজ্ঞ মোহাম্মদ জামান।
এক্সপোতে আরো উপস্থিত ছিলেন ইউএসবিসিসিআই-এর পরিচালক ফকরুল ইসলাম দেলোয়ার, সিপিএ আহাদ আলী, শেখ ফরহাদ, ইসমাইল আহমেদ, পরিচালক মিলি এ ভূঁইয়া, মো. খলিলুর রহমান, রফিক খান, মো. বদরুদ্দোজা সাগর।
এদিকে এক্সপোতে বিপুলসংখ্যক উদ্যোক্তা-ব্যবসায়ীর সরব উপস্থিতির বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজ সম্প্রসারণের আনুষ্ঠানিক ঘোষণা দেন বিরিয়ানির কর্ণধার ও জনপ্রিয় শেফ খলিলুর রহমান।
সমাপনী পর্বে ইউএসবিসিসিআই’র প্রেসিডেন্ট লিটন আহমেদ বলেন, ‘এই এক্সপো আন্তর্জাতিক ব্যবসায়িক সম্প্রদায়ের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক। আমরা এই সফল আয়োজনের জন্য গর্বিত এবং ভবিষ্যতে আরও বড় আকারে এটি আয়োজনের পরিকল্পনা করছি, যা বড় পরিসরে আন্তর্জাতিক ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করবে।

Advertisement
Comments
Advertisement

Trending