Connect with us

কমিউনিটি সংবাদ

আমেরিকা-বংলাদেশ প্রেসক্লাব: শান্তিময় পৃথিবী কামনা করে নতুন বছরকে স্বাগত

Published

on

শান্তিময় একটি পৃথিবী কামনা করে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে আমেরিকা-বংলাদেশ প্রেসক্লাব। একটি যুদ্ধ ও হানাহানি এবং বিদ্বেষহীন পৃথিবী দেখতে চান ক্লাব সদস্যরা। কøাব সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ২০২৪ সালের বিদায়লগ্নে নেচে-গেয়ে আর কেক কেটে ২০২৫কে বরণ করে নিয়েছেন। পুরো জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে আকর্ষণ ছিল এ দেশে জন্ম ওবেড়ে উঠা শিশুরা। তারা অনুষ্ঠানস্থলে বাংলা গানের সাথে নেচে-গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে।


নিউইয়র্ক এর জ্যাকসন হাইটস্ এর একটি স্থানীয় রেস্তোরায় ৩১ ডিসেম্বর রাত ১২ টায় কেক কেটে, বেলুন ফাটিয়ে ২০২৫ কে বরণ করে নেয়া হয়। পুরো অনুষ্ঠান পরিকল্পণা ও সাজ-সজ্জায় ছিলেন ক্লাবের অর্থ সম্পাদক মল্লিকা খান মুনা, কার্যকরি কমিটির সদস্য তোফাজ্জল লিটন ও সদস্য সীমা সুষ্মিতা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ, নতুন কমিটির সভাপতি শওকত ওসমান রচি, সাবেক সভাপতি দর্পণ কবীর, বিদায়ী সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু ও নতুন কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান মজুমদার। অনুষ্ঠান উপস্থাপনা করেন আরিফ রহমান।অনুষ্ঠানে ছিল পুরস্কার বিতরণ ও দম্পতিদের মধ্যে ধাঁধা প্রতিযোগিতা।


এছাড়া বিদায়ী কমিটির সভাপতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান নির্বাচিত নতুন সভাপতি শওকত ওসমান রচি।


অনুষ্ঠানে মূল আকর্ষন ছিল কন্ঠশিল্পী শাহ মাহবুব ও কৃষ্ণা তিথির অনবদ্য সঙ্গীত পরিবেশনা। তাদের সঙ্গীত পরিবেশনের সময় ক্লাব কর্মকর্তা ও সদস্যরা নেচে-গেয়ে নতুন বছর ২০২৫ কে বরণ করেছেন।

Advertisement
Comments
Advertisement

Trending