এক লাখ কবরের বাংলাদেশ সেমিট্রি’র পর এবার বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দিল বৃহত্তর নোয়াখালি সমিতি। গত ৪ জানুয়ারি জ্যাকসন হাইটসের মুনলাইট রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেমিট্রির সর্বশেষ অগ্রগতি বর্ণনা দিতে গিয়ে সমিতির সদস্য সচিব জাহেদ মিন্টু বাংলাদেশ কমপ্লেক্স প্রতিষ্ঠার ঘোষণা দেন।
তিনি বলেন, বৃহত্তর নোয়াখালি সমিতির ৫ম এ প্রোজেক্টে কমিউনিটি সেন্টার, মসজিদ, লাইব্রেরী, ক্রিড়া ও বিনোদনের ব্যবস্থা থাকবে। এছাড়া সিটিতে একটি ফিউনারেল হোম প্রতিষ্টার চেষ্টা চলছে।
ইতোমধ্যেই বৃহত্তর নোয়াখালি সমিতি আপস্টেট নিউইয়র্কের মিডলটাউনে বাংলাদেশ সেমিট্রির নামে লক্ষাধিক কবরের জন্য ২৬ একর যায়গা কিনেছে। যার মধ্যে এখনো ৩ হাজার কবর বিক্রির তালিকায় আছে। কোন সংগঠন কিনতে চাইলে প্রতিটির দাম পড়বে ৭ শত ডলার। আর এককভাবে কেউ কিনলে দাম পড়বে ৮ শত ডলার।
বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ ভবন কেনার উদ্যোগ নিচ্ছে। তাদের ভবন গড়ার সাথে আপনাদের কমপ্লেক্সের কোন সম্পর্ক আছে কিনা জানতে চাইলে জাহেদ মিন্টু বলেন, কমপ্লেক্স হবে নোয়াখালি সমিতির নামে। সোসাইটির সাথে কোন সম্পর্ক নেই। তবে বাংলাদেশ সোসাইটি বাংলাদেশ ভবন তৈরি বা কেনার উদ্যোগ নিলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি।
‘বাংলাদেশ সোসাইটিতে আবারও নির্বাচন করবেন জানতে চাইলে’ জাহেদ মিন্টু বলেন, নির্বাচনের মাঠে একবার নেমেছি। আগামীতে প্রার্থী হব কিনা সময় বলে দেবে। আজকে এটি সম্পূর্নভাবে নোয়াখালি সমিতির সংবাদ সম্মেলন। তাই সোসাইটি নিয়ে কোন কথা বলতে চাচ্ছি না।
বাংলাদেশ সোসাইটি নোয়াখালী সমিতির কাছ থেকে কোন কবর কিনেছে কিনা জানতে চাইলে মিন্টু বলেন, বাংলাদেশ সোসাইটি ৩৬০টি কবর কিনেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালি সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, উপদেষ্টা শাহ আলম, বেলাল হোসাইন, সাংবাদিক মিজানুর রহমান, ট্রাস্টি বোর্ড সদস্য খোকন মোশাররফ, তাজু মিয়া, শাহজাহান কবির, রফিকুল ভূঁইয়া, আবুল কালাম, মফিজুর রহমান, সালেহ আহমেদ চৌধুরী, গোলাম কিবরিয়া মিরন, আবুল মনসুর, রামেশ নাথ, জামাল উদ্দীন ও আবুল বাশার।