Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো এসবিএন হক ফাউন্ডেশন

Published

on

বাংলাদেশের দুঃস্থ ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিউইয়র্কে আত্মপ্রকাশ করলো এসবিএন হক ফাউন্ডেশন। গত ৫ জানুয়ারি রোববার নিউইয়র্ক জ্যাকসন হাইটসের গ্রীনটাচ কার্যালয়ে এক সুধী সমাবেশের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এই ফাউন্ডেশনের আত্মপ্রকাশের আনুষ্ঠানিক ঘোষণা দেন ফাউন্ডেশনের কর্মকর্তারা। তারা বলেন, এসবিএন হক ফাউন্ডেশন সারা বাংলাদেশ ব্যাপি তাদের কার্যক্রম পরিচালনা করবে।তারা আরও বলেন কয়েকবছর ধরেই বাংলাদেশে তারা ফাউন্ডেশনটির বিভিন্ন কর্মকাণ্ডের কার্যক্রম চালিয়ে আসছিলো,তবে এবারই তারা যুক্তরাষ্ট্রে ফাউন্ডেশনটির আনুষ্ঠানিক ঘোষণা দিলো।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মুন্সি আকতাব উদ্দিন, বক্তব্য রাখেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল হক, এছাড়াও শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাক্তার রফিকুল ইসলাম, শরিফ আলম হীরা, ভিক্টর লিয়াকত, মনিরুল ইসলাম মনির, কবি সোহেল হামিদ, কবি সালেহা ইসলাম, আলতাব হোসেন, মোঃ শহিদুল হক মন্টু, অধ্যাপিকা মমতাজ শাহনাজ।অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি গবেষক বীর মুক্তিযোদ্ধ হাসমত।

Advertisement
Comments
Advertisement

Trending