Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে সারা’র নিউ ইয়ার সেলিব্রেশন ও গেট টুগেদার

Published

on

বর্ণাঢ্য আয়োজনে সাউথ এশিয়ান আমেরিকান রিয়েলটর এসোসিয়েশন তথা সারা’র প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ও গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্ক সিটির সিরাজি ব্যাঙ্কোয়েট হলে জাকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় গল্প আড্ডায় মেতে ওঠেন নতুন এই সংগঠনের সদস্যরা। এ অনুষ্ঠানে রেজিষ্ট্রার্ড রিয়েলটর ছাড়াও ইনভেস্টর, লোন অফিসার এবং এটর্নিরা উপস্থিত ছিলেন।
মেহের খানজাদার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্যাতিমান রিয়েলটর এবং নিউইয়র্কের পরিচিত মুখ অনুষ্ঠানের কনভেনর সারোয়ার খান বাবু। সংক্ষিপ্ত বক্তৃতায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান মেম্বার সেক্রেটারী মোহাম্মদ বেলাল হোসাইন। এছাড়াও আকর্ষণীয় এ অনুষ্ঠানের অংশ হতে পেরে নিজেদের ভালো লাগার কথাও জানান স্পন্সররা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়েন্ট কনভেনর শামীম আহমেদ, আসিফ চৌধুরী, মাসুদ সিরাজি, অ্যাবারনির প্রেসিডেন্ট মোহাম্মদ রহমান শাহীন ও শাকিল আহমেদ, সারার জয়েন্ট কেনভেনর মোহাম্মদ সাইফুল ইসলাম, জয়েন্ট কনভেনর আজিজুল হক মুন্না, আবু এস চৌধুরী, মোহাম্মদ করিম, সেলিম রেজা, জসিম চৌধুরী, হাবিবুর রহমান, মোহাম্মদ চৌধুরী, এডহক কমিটির মোহাম্মদ মারুফ মিয়া, জয়েন্ট সেক্রেটারী মোহাম্মদ মাসুদ প্রামানিক, নুরুজ্জামান সরদার, শামীম নাসের, মির্জা মোহাম্মদ হোসাইন সহ ইভান স্মিথ, কেভিন লেদারম্যান, ড্যানিয়েলা ডায়াজের মত প্রতিষ্ঠিত পেশাজীবিরা।

Advertisement
Comments
Advertisement

Trending