কমিউনিটি সংবাদ
নিউইয়র্কে বিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
Published
1 month agoon

শুরু হয়েছে সিয়াম সাধনার মাস রমজান। পবিত্র এ মাসকে ঘিরে অন্যান্য বছরের মতো এবারও নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে শুরু হয়েছে ইফতার আয়োজন। এলাকাভিত্তিক বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ইফতার মাহফিল। নিউইয়র্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে এরই মধ্যে পার্টি হল, সেন্টার ও রেস্টুরেন্ট এক মাসের জন্য আগেই বুকিং হয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বৃহত্তর সিলেটবাসীদের সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা-এর ইফতার মাহফিল ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত রোববার নিউইয়র্ক সিটির উডসাইডের কুইন্স প্যালেসে অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদের নেতৃত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়। এতে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।
ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সহসভাপতি মাওলানা ছয়ফুল আলম সিদ্দিকী। সংগঠনের সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি মইনুল ইসলামসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ইফতার মাহফিলে সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, সাপ্তাহিক দেশ সম্পাদক মিজানুর রহমান ছাড়াও বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন—বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি আব্দুল হাসিম হাসনু, দ্য অপটিমিস্টসের মোহাম্মদ রফিকউদ্দিন চৌধুরী রানা, বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তা জে মোল্লা সানি, অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সৈয়দ শওকত আলী, ট্রাস্টি সৈয়দ জুবায়ের আলী, নির্বাচন কমিশনার প্রফেসর আমিনুল ইসলাম চুন্নু, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি মোহাম্মদ ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান, মূলধারার রাজনীতিবিদ ফাহাদ সোলায়মান, বিয়ানীবাজার সামাজিক-সাংস্কৃতিক সমিতি ইউএসএ-এর সভাপতি আবদুল মান্নান, সাবেক সভাপতি বুরহান উদ্দিন কফিল, বিশিষ্ট ট্রাভেল ব্যবসায়ী নজরুল ইসলাম, পান্না রেস্টুরেন্টের কর্ণধার বশির উদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ শাহীন আজমল, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর নূরুল আজীম, বাকারের সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জামাল হোসাইন, বেলাল আহমেদ চৌধুরী, আবদুল করিম প্রমুখ।
অন্যান্য ইফতার মাহফিল
বেঙ্গল সোসাইটির পবিত্র মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অ্যাস্টোরিয়ার একটি রেস্টুরেন্ট মিলনায়তনে। সংগঠনের সভাপতি মাহমুদুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সবুজের পরিচালনায় মাহফিলটি অনুষ্ঠিত হয়। বেঙ্গল সোসাইটির সকল সদস্য যথাসময়ে উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলকে সুন্দর ও সফল করে তোলেন। দোয়া পরিচালনা করেন আবু তালেব চৌধুরী চান্দু।
গত ৩ মার্চ সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত হয় কুইন্স বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনের সভাপতি শামস রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ ফারুকুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে সংগঠনের কর্মকর্তা ও সদস্য এবং বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শর্শিনা দরবার শরিফের মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী।
গত ২ মার্চ সোমবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত হয় প্রবাসের অন্যতম বৃহৎ আঞ্চলিক সংগঠন রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার মাহফিল। বিপুলসংখ্যক সদস্য ও বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনেরা এতে উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম মাছুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নূরে আলম মনিরের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে চাঁদপুরের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি কমিউনিটির অগ্রগতি ত্বরান্বিত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে থাকার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজন এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—বাংলাদেশ অ্যাসেম্বলি অব ইউএসএ ইনক-এর সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম (কলিম), সহসভাপতি মোয়াল্লেম হোসেন, ফারুক হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক আতিকুর রহমান রফিক, আইন বিষয়ক সম্পাদক এ. কে. এম. হক (খোকন), সমাজকল্যাণ সম্পাদক বেলায়েত হোসেন, যুগ্ম সম্পাদক মিয়া ফয়েজ আহমেদ, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আতিক উল্লাহ, ধর্ম বিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, কার্যকরী সদস্য কাজী আশিকুজ্জামান, কবির হোসেন, সোহানুর রহমান সোহান, আবদুল মান্নান, হযরত আলী, কাউসার আহমেদ, আশরাফ ভূঁইয়া, পারভেজ, শাহ মো. কাশেম আলী ও আবদুল মালেক।
সংগঠনের নেতারা বলেন, প্রবাসীদের কল্যাণে সংগঠনটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ রাখা ও স্বার্থ সংরক্ষণ করা সংগঠনের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে দোয়া মাহফিলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

নির্বাচন ও গণতন্ত্র

এরা কথা বলতে পারে না

চ্যাটজিপিটিতে নতুন সুবিধা

হোয়াটসঅ্যাপের আতঙ্ক ভিডিও প্রতারণা

যাঁরা খেজুর খেতে চান না, তাঁদের জন্য কিছু তথ্য

যে কারণে ড. ইউনূসকে ৫ বছরের জন্য চাচ্ছেন সাধারণ মানুষ

সফল বিনিয়োগ সম্মেলন: অবাক বিস্ময়ে তাকিয়ে আছে পৃথিবী

বাংলাদেশ-চীন-পাকিস্তান সখ্য: কৌশলগত চ্যালেঞ্জে ভারত

গ্রীন কার্ডধারীকে এয়ারপোর্টে আটক, নগ্ন করে জিজ্ঞাসাবাদ এবং গ্রীন কার্ড বাতিলের চেষ্টা

হাসনাতের ফেসবুক পোস্টে তোলপাড়
Trending
-
বাংলাদেশ1 week ago
সফল বিনিয়োগ সম্মেলন: অবাক বিস্ময়ে তাকিয়ে আছে পৃথিবী
-
বাংলাদেশ2 days ago
বাংলাদেশ-চীন-পাকিস্তান সখ্য: কৌশলগত চ্যালেঞ্জে ভারত
-
কমিউনিটি সংবাদ1 week ago
নিউইয়র্কে ‘অবৈধ অভিবাসীদের বর্তমান পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক সেমিনার
-
তারকা ভুবন2 weeks ago
চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে থানায় গৃহকর্মীর জিডি