Connect with us

কমিউনিটি সংবাদ

জ্যাকসন হাইটসে সিলেট বিভাগীয় আওয়ামী পরিবারের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

Published

on

মৌলভিবাজার-২ আসনের সাবেক এমপি শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রঞ্জিত সরকারসহ আওয়ামী লীগের নেতা-কর্মীগণের বাড়ি-ঘরে হামলা, লুটতরাজ শেষে অগ্নি সংযোগের উপর্যুপরি বর্বরতার প্রতিবাদ এবং সারা বাংলাদেশে জঙ্গি হামলার অবসানে প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্রস্থ সিলেট বিভাগীয় আওয়ামী পরিবার।
গত রোববার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় এ সমাবেশ করা হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল হাসিব মামুন, শাহীন আজমল এবং হুমায়ূন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন এমদাদ চৌধুরী, সিরাজউদ্দিন সোহাগ, দরুদ মিয়া রনেল, সাখাওয়াত আলী, জুয়েল আহমেদ, আকতার হোসেন, আতাউল গনি আসাদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশকে তালেবানি রাষ্ট্রে পরিণত করার মধ্যদিয়ে উন্নয়ন-অগ্রযাত্রা থামিয়ে দিতে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একদল চরমপন্থি গত জুলাই থেকে অরাজক পরিস্থিতি তৈরী করেছে গোটা বাংলাদেশে। আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন প্রকাশ্য দিবালোকে, অথচ পুলিশ-সেনাবাহিনী নির্বিকার।’
এ অবস্থায় বক্তারা বিশ্ব বিবেকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণের দাবি জানিয়েছেন।

Advertisement
Comments
Advertisement

Trending