কুইন্স সোশ্যাল এডাল্ট কেয়ার সেন্টার ইনকের প্রেজেন্টস আনন্দধ্বনি-টিবিএন২৪ বর্ষবরণ ১৪৩২ বাংলার গানের আসর বসছে। ১৩ এপ্রিল রোববার বিকাল পাঁচটায় এই অনুষ্ঠান হবে জ্যামাইকার দ্য ম্যারি লুইস একাডেমিতে। অনুষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য আয়োজকেরা আমন্ত্রণ জানিয়েছেন। সেখানে প্রবেশ করার জন্য কোনো প্রবেশ মূল্য থাকবে না। এ ছাড়া বাফা, বিপাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শাপলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিউইয়র্ক ইনকের উদ্যোগে বর্ষবরণ রিইউনিয়ন ও ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হবে ১৩ এপ্রিল। চৈত্র সংক্রান্তির এই দিনে তারা তাদের সংগঠনের ২৯তম বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করছে। এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অ্যাসোসিয়েশনের সকল নেতা ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
শোটাইম মিউজিকের উদ্যোগে ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে বর্ষবরণ। জ্যামাইকার দ্য সেন্ট ম্যারি স্কুলের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হবে। অনুষ্ঠানে প্রবেশ করার জন্য কোনো ফি নেই। এই বৈশাখী আয়োজনে প্রবাস ও দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন।