Connect with us

কমিউনিটি সংবাদ

প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুলের প্যারালিগাল সার্টিফিকেট অর্জন

Published

on

প্যারালিগাল সার্টিফিকেট অর্জন করলেন সাংবাদিক মনজুরুল হক মার্কিন অভিবাসন আইন প্যারালিগাল বুটক্যাম্প প্রশিক্ষণ প্রোগ্রাম সফলভাবে সম্পন্ন করে প্যারালিগাল সার্টিফিকেট অর্জন করেছেন সাংবাদিক মনজুরুল হক। আট সপ্তাহব্যাপী এই বুটক্যাম্প কোর্সে অংশগ্রহণ করে তিনি প্যারালিগাল সার্টিফিকেট অর্জন করেছেন। মনজুরুল হক দীর্ঘদিন ধরে সাংবাদিকতার মাধ্যমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেছেন। এবার প্যারালিগাল প্রশিক্ষণ সম্পন্ন করে তিনি এক নতুন দিগন্তের সূচনা করলেন, যা উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা বহন করে। তাঁর এই অর্জন প্রবাসী কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই। প্যারালিগাল বু্টক্যাম্প এমন একটি কোর্স যা মার্কিন অভিবাসন আইনের বিভিন্ন বিষয়ে যেমন ভিসা আবেদন, গ্রিন কার্ড, নাগরিকত্ব,

রাজনৈতিক আশ্রয় ও মধ্যস্থতা সংক্রান্ত প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা আইনি সহায়তার বিভিন্ন পর্যায়ে পেশাদারভাবে কাজ করার উপযোগী হয়ে উঠেন। মনজুরুল হক পেশাগত জীবনে একজন সাংবাদিক। বর্তমানে তিনি নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক ও তারও পূর্বে চিফ রিপোর্টার এবং টানা দুই মেয়াদে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। মনজুরুল হক প্রথম আলোর সাথে যুক্ত হওয়ার আগে যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক আজকাল, ঠিকানা, টিবিএন টুয়েন্টিফোরসহ বেশ কয়েকটি পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও জাতিসংঘ সাধারণ পরিষদে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের সাথে দায়িত্ব পালন করছেন তিনি। সাংবদিক মনজুরুল হক বাংলাদেশে থাকাকালীন সময়েও দৈনিক ইত্তেফাক, দৈনিক ভোরের কাগজ, দৈনিক পূর্বকোণসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিকে কাজ করেন। মনজুরুল হক সাংবাদিকতার পাশাপাশি লিখালিখিতেও সমানে অবদান রেখেছেন। দিশা প্রকাশনী থেকে ‘অপেক্ষা’ ও ‘রহস্যময় প্রেম’ নামে তার দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending