Connect with us

কমিউনিটি সংবাদ

ড্রামা সার্কল এর বর্ষবরণ ১৪ এপ্রিল

Published

on

newyork-somoy

প্রতি বছরের ধারাবাহিকতায় নতুন বাংলা বছরকে স্বাগত জানাতে ড্রামা সার্কল নিউইয়র্ক এবারো আয়োজন করছে বর্ষবরণ অনুষ্ঠান।এবারের বর্ষবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে পহেলা বৈশাখের দিন ১৪ এপ্রিল সোমবার সন্ধ্যা ৭টায় উডসাইডের গুলশান ট‍্যারেসে।নিউইয়র্কে বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের পথিকৃৎ সংগঠন ড্রামা সার্কল দীর্ঘ ৩০ বছর ধরে পহেলা বৈশাখের দিনই আয়োজন করে আসছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান।ড্রামা সার্কল এর বর্ষবরণ মানেই পহেলা বৈশাখে বৈশাখী সাজে নতুনের উৎসব, এবারের আয়োজনেও পান্তা ইলিশ ভোজ এবং নানান অনুষ্ঠান দিয়ে আনন্দে উচ্ছ্বাসে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ড্রামা সার্কল। বর্ষবরণ অনুষ্ঠানে সবান্ধব সকলকে আমন্ত্রণ জানাচ্ছে ড্রামা সার্কল।

Advertisement
Comments
Advertisement

Trending