Connect with us

কমিউনিটি সংবাদ

নিউইয়র্কে বাংলা বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি

Published

on

newyork-somoy

বর্ষ পরিক্রমায় আরো একটি বছর বিদায় নিতে চলেছে। বিদায় বাংলা বর্ষ-১৪৩২, স্বাগতম বাংলা নববর্ষ-১৪৩৩। বাংলা নতুন বছর আসতে আর মাত্র কয়েকদিন বাকী। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ অর্থাৎ নতুন বাংলা বছরের প্রথম দিন। পহেলা বৈশাখ পালন উপলক্ষ্যে কমিউনিটিতে ব্যাপক প্রস্তুতি চলছে। বিশেষ করে কমিউনিটির বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান সহ বৈশাখী মেলা আয়োজনের নানা আয়োজন লক্ষ্য করা যাচ্ছে।
আমেরিকায় বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বাঙ্গালিরা বসবাস করেন, এমন স্টেটগুলোতে বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা বর্ষবরণের জন্য বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে বাংলাদেশ সোসাইটি ইনক সহ ড্রামা সার্কেল, বাংলাদেশ ইন্সটিটিউট অব পারফর্মিং আর্ট (বিপা), জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি ইনক, বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) প্রভৃতি সংগঠন। এদিকে পহেলা বৈশাখের অনুষ্ঠানের অন্যতম

আকর্ষণ হচ্ছে ‘পান্তা-ইলিশ’ ভোজন। এজন্য কমিউনিটিতে ইলিশ মাছের বাড়তি চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্য বছরের চেয়ে এবছর ইলিশ মাছের দাম বৃদ্ধি পাওয়ায় কমিউনিটিতে উৎকন্ঠা বিরাজ করছে। পাশাপাশি ইলিশ মাছের সরবরাহ কম থাকায় বাজারে ইলিশ সংকটও দেখা দিয়েছে। নিউইয়র্কের বাংলাদেশী ব্যবসায়ীদের হিসেবে বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় হাজার পাউন্ড (দুই কন্টেইনার) ইলিশ মাছের চাহিদা রয়েছে।
জানা গেছে, আগামী শনি ও রোববার দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ডওয়াইড ইনকের উদ্যোগে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠান হবে ১২ এপ্রিল টাইম স্কয়ারে আর ১৩ এপ্রিল জ্যাকসন হাইটসে।

এদিকে, দশ হাজারের বেশি মানুষের উপস্থিতিতে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বরণ করে নেওয়া হয়েছিলো ১৪৩১ বঙ্গাব্দকে।
এবারও তার ব্যতিক্রম হয়নি। রোববার টাইম স্কয়ারে সহস্র কণ্ঠে বাংলা বর্ষ ১৪৩২-কে বরণ করা হবে।

আয়োজকরা জানিয়েছেন, বর্ষবরণের এ অনুষ্ঠান সকাল ১০টায় আর শুরু হয়ে চলবে রাত পর্যন্ত। জ্যাকসন হাইটসে অনুষ্ঠান হবে ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে, চলবে রাত ১০টা পর্যন্ত। ১২ এপ্রিল টাইম স্কয়ারে মঙ্গল শোভাযাত্রা হবে বেলা ১২টায়। জ্যাকসন হাইটসে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হবে বেলা তিনটায়। দুই দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে অনেকেই অনুষ্ঠানে যোগ দিতে সক্ষম হবেন।
এদিকে, বর্ষবরণের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে অনেকেই বৈশাখের পোশাকও কিনেছেন। অনুষ্ঠানের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন রথীন্দ্র নাথ রায়, শুভেচ্ছা দূত হিসেবে আছেন নৃত্যশিল্পী লায়লা হাসান ও লুৎফুন্নাহার লতা।

Advertisement
Comments
Advertisement

Trending