অভিনেত্রী ও মডেল রিশতা লাবনী সীমানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ৩৯ বছর বয়সে তার মৃত্যু হয়।
অভিনেত্রীর ভাই এজাজ বিন আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২১ মে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় সীমানার। তাকে প্রথমে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। পরে নেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। সীমানা স্বামী ও দুই ছেলে রেখে গেছেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভিনেত্রী শাহনাজ খুশি ফেসবুকে লিখেছেন, ‘প্রতিদিন সকালে উঠেই, আগে নিউজ স্ক্রল করে দেখি, তোর কোনো ভালো খবর আছে নাকি। আজও তাই করতে যেয়ে, তোর এ খবর পেলাম!
‘তোর সাথেকার সব স্মৃতি দুই চোখে ভীড় করছে, তোর বাচ্চা দুইটা…! সব যন্ত্রণার অবসান হল আজ। শান্তিতে ঘুমা!’
২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে আসা সীমানা ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন। এর পর তিনি অভিনয় শুরু করেন পরে নাটকেও।