Connect with us

তারকা ভুবন

অমিতাভ-রেখার সম্পর্ক যে কারণে এখনো চর্চিত

Published

on

অমিতাভ-রেখার সম্পর্ক যে কারণে এখনো চর্চিত

সত্তরের দশকে বিয়ে করে দাম্পত্য জীবনের লম্বা ইনিংস পার করছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী জয়া বচ্চন। গেল বছর ৫০তম বিবাহবার্ষিকী পালন করেছেন তারা। মাঝেমধ্যে টালমাটাল পরিস্থিতি তৈরি হলেও এখনো মজবুত তাদের সম্পর্ক। তবে তাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে মাঝেমধ্যেই এসে পড়ে অভিনেতার একাধিক সম্পর্কের গুঞ্জন। যেগুলোর মধ্যে এখনো চর্চিত রয়েছে অভিনেত্রী রেখার সঙ্গে অমিতাভের সম্পর্কের কথা। বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যায়, জয়ার সঙ্গে বিয়ের তিন বছর পরই রেখার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান অমিতাভ। সে সময় জয়ার ঘনিষ্ঠ বান্ধবীদের মধ্যে অন্যতম ছিলেন রেখা। একই বিল্ডিংয়ে বসবাস করতেন তারা। স্বামীর সঙ্গে রেখাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন জয়া নিজেই। এরপর অমিতাভ-রেখা জুটি কালজয়ী কিছু সিনেমা উপহার দিয়েছেন।

এদিকে তারা কেউই নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও একাধিক সাক্ষাৎকারে অমিতাভের প্রতি অনুভূতি নিয়ে রেখাকে সরব হতে দেখা যায়। এক সাক্ষাৎকারে তিনি জানান, অমিতাভের জন্য তার মনে অগাধ ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে। সে সময় জয়ার সঙ্গে রেখার ঘনিষ্ঠ সম্পর্ক থাকলেও আস্তে আস্তে বদলে যায় সেই সম্পর্কের সমীকরণ। ১৯৮১ সালে যশ চোপড়ার পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সিলসিলা’ সিনেমা। সিনেমাটিতে অমিতাভ এবং জয়ার পাশাপাশি অভিনয় করেছিলেন রেখাও। অনুমান করা হয়, তিন তারকার ত্রিকোণ প্রেমের কাহিনীর ওপর ভিত্তি করেই ‘সিলসিলা’র চিত্রনাট্য করা হয়েছিল।

Advertisement
Comments
Advertisement

Trending