Connect with us

তারকা ভুবন

আবারও পর্দায় ফিরছেন মোনালিসা

Published

on

আবারও পর্দায় ফিরছেন মোনালিসা

একসময়ের জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা। ক্যারিয়ারের মধ্যগগনে থাকার সময়ে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন মার্কিন মুলুকে। তবে সাম্প্রতিক সময়ে হঠাৎ দেশের মাটিতে পা রাখেন এই সু-অভিনেত্রী। দেশে ফিরেই জানান, আবারও ফিরছেন পর্দায়। ঈদ উপলক্ষে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ‘ঈদ কার্নিভ্যাল’ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হয়েছেন মোনালিসা। সেখানে ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা গল্প বলেছেন তিনি।
দেশে কেমন উপভোগ করছেন, উত্তরে অভিনেত্রী বলেন, ‘রাস্তার ধারে চটপটি, ফুচকা, আচার এগুলো, যা যা আমার ছোটবেলার স্মৃতি, যেগুলো আমি মিস করি। তারপর হচ্ছে বন্ধুদের সঙ্গে আড্ডা, ঘোরাঘুরি। পাশাপাশি দর্শকদের জন্যও ব্যস্ত হয়ে গেছি, অনেকগুলো পরিকল্পনা চলছে, দেখি কী হয়, দর্শকদের জন্য আছে চমক।’
দেশে ঈদ কাটানো প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘অনেক বছর পর দেশে ঈদ করা, অসাধারণ কেটেছে। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও মায়ের সঙ্গে ঈদ করতে পারছি, এটা আমার জন্য অনেক বড় বিষয়। আমি দর্শকদেরও অনেক মিস করি, তাঁদের জন্য ঠিক করেছি, পরবর্তী সময়ে এখানে ছয় মাস থাকব, ওখানে ছয় মাস।’
নিজের একাকী জীবন প্রসঙ্গে মোনালিসা বলেন, ‘সিঙ্গেল লাইফ ইজ রিয়েলি গুড। কোনো চিন্তা নেই, ঝামেলা নেই, পিছুটান নেই। নিজেকে নিয়েই ব্যস্ত থাকা যায়, খারাপ লাগছে না। এখন ডাবল হতে গেলে অনেক কিছু চিন্তাভাবনা, অনেক কিছু ব্যাপার আছে।’ দাম্পত্য জীবনের অভিজ্ঞতার কথাও দর্শকদের জানিয়েছেন অভিনেত্রী। মোনালিসা বলেন, ‘যেহেতু পারিবারিকভাবে বিয়েটা ছিল, হয়তোবা আমাদের বোঝাপড়ার অনেক গ্যাপ ছিল। তবে অনেক কিছু আছে, যা আমি বলতে চাই না।’
তবু বিয়ে কবে করছেন, এই প্রশ্নের সম্মুখীন মোনালিসা বলেন, ‘আসলে আমি ভেবেছি, এই পুরো দায়িত্বটা দর্শকদের ওপর ছেড়ে দেব। তাঁরাই সবকিছু নির্ধারণ করুন, এটাই ভালো হবে।’

Advertisement
Comments
Advertisement

Trending