Connect with us

তারকা ভুবন

আমার জীবনে কোনো পুরুষ নেই: সুস্মিতা সেন

Published

on

আমার জীবনে কোনো পুরুষ নেই: সুস্মিতা সেন

গত দুই বছর ধরেই সিঙ্গেল আছেন। তেমন কিছুই ঘটেনি বলে জানান একসময়ের আলোচিত বাঙালি সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। সম্প্রতি রিয়া চক্রবর্তীর শো চ্যাপ্টার ২-এর প্রথম পর্বে হাজির হয়ে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন বলিউড অভিনেত্রী।
ললিতের সঙ্গে প্রেম অস্বীকার করে সাবেক রোহমান শলের হাত ধরেই ঘুরতে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। এরপরই নেটিজেনদের ধারণা— সুস্মিতার জীবনে পুরোনো প্রেমই আবার নতুন করে ফিরেছে।
সুস্মিতা বলেন, ‘আমার জীবনে কোনো পুরুষ নেই। বহুদিন ধরেই আমি সিঙ্গেল আছি। সেটিও প্রায় দুই বছর হয়ে গেল। ২০২১ সাল থেকে আমি কোনো সম্পর্কে নেই। আমার জীবনে কিছু অবিশ্বাস্যরকম চমৎকার মানুষ আছে, যারা আমার বন্ধু। তারা সবাই একমুহূর্তের জন্য অপেক্ষা করছেন, কখন আমি ওদের ফোন করে বলব— দেখ, আমি গাড়ি বের করছি, পেছনের সিটে বসো। আমরা গাড়ি চালিয়ে গোয়ায় ঘুরতে যাব।’
সুস্মিতা আরও বলেন, ‘এ মুহূর্তে আমি কারও প্রতি আগ্রহী নই। বিরতি নেওয়ার মূল কারণ— আমি প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলাম, আর সেটি ছিল অনেকটা লম্বা সময়।’
রোহমান শল সম্পর্কে তিনি বলেন, ২০২১ সালের ডিসেম্বরে তারা একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন। তবে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গেই দেখা যায় দুজনকে। সে বিষয়ে সুস্মিতা বলেন, ‘আমরা বন্ধু হিসেবে শুরু করেছিলাম, বন্ধুই রয়েছি! সম্পর্ক অনেক আগেই শেষ, শুধু ভালোবাসা রয়ে গেছে।’
এ সাবেক বিশ্বসুন্দরী বলেন, তিনি সম্পর্ক ভাঙলেও সেটা নিজের ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করতে দেন না। সম্পর্কের ক্ষেত্রে নিজের অনেকটা দিয়ে দেন। ভালোবাসা, যত্ন, এনার্জি থেকে শুরু করে সেই ব্যক্তিকে নিজের বাড়িতেও নিয়ে যান, তার সন্তানদের জীবনেও প্রবেশ করতে দেন। তবে যখন বুঝতে পারেন সম্পর্কটি তার জন্য বিষাক্ত হয়ে উঠছে, তখন কোনো অনুশোচনা এবং অপরাধবোধ ছাড়াই সেখান থেকে দূরে চলে যান।
সুস্মিতা বলেন, সততা শ্রদ্ধার সমান। যদি কেউ তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তাহলে সেই নকল আবেগ তিনি ধরে রাখতে চান না। তার জীবনের সবটা জুড়ে আছে, মেয়েদের জন্য কী ভালো হতে পারে, সেটিই।

Advertisement
Comments
Advertisement

Trending