Connect with us

তারকা ভুবন

কুসুম ফিরছেন নতুন পরিচয়ে

Published

on

কুসুম শিকদার

চলতি বছরই পরিচালক হিসেবে যাত্রা শুরু করছেন অভিনেত্রী কুসুম শিকদার। শুধু তা–ই নয়, পাঁচ বছর পর নিজের পরিচালনায় ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। তাঁর নির্মিত সিনেমাটির নাম ‘শরতের জবা’। সন্তানের মতোই সিনেমাটি একটু একটু করে বড় করছেন। ইতিমধ্যে সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। সেই তথ্যও গোপন রেখেছিলেন। দুই মাসে পরই সিনেমাটি মুক্তির পথে হাঁটছেন। এখন থেকে প্রচারণায় সরব থাকতে চান কুসুম।
গত বছর হঠাৎ কুসুমের সিনেমা পরিচালনার কথা শোনা গিয়েছিল। নিজে দায়িত্ব নিয়েই পুরো শুটিং করেছিলেন নড়াইল জেলায়। শুটিং শেষ করার পর থেকেই যেন নিশ্বাস নেওয়ার সময় হয়ে উঠছে না। কারণ, এ বছরই সিনেমাটি দর্শকদের সামনে আনতে চান। এই অভিনেত্রী বলেন, ‘সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে আমার সিনেমাটি রিলিজ করতে চাই। এখনো প্রতিনিয়ত সিনেমাটি নিয়েই কাজ করে যেতে হচ্ছে। সিনেমা হলের জন্য আলাদা করে প্রস্তুত করছি। সেটার জন্য সাউন্ড ঠিক করতে অনেক সময় লেগেছে। অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা নতুন এবং পরিচালক হিসেবে কাজটি চ্যালেঞ্জিং।’
একটা সময় নাটক ও চলচ্চিত্রে নিয়মিত মুখ ছিলেন কুসুম শিকদার। পাঁচ বছর আগে ছন্দপতন, ব্যস্ততা কারণে দূরে সরে যান তিনি। মাঝখানে কিছুদিন নিজের কবিতা ও গানের মিউজিক ভিডিওতে মডেল হলেও অভিনয়ে আর দেখা যায়নি। পরে তিনি পরিচালক ও অভিনেত্রী হিসেবে সামনে আসার পরিকল্পনা করেন। শুটিংয়ের গল্প থেকে শুরু করে সবকিছুতেই তাঁকে সময় দিতে হয়েছে। এই অভিনেত্রীর কথায়, ‘সিনেমাটিকে শূন্য থেকে সন্তানের মতো বড় করছি। প্রযোজক ও পরিচালক হিসেবে কলাকুশলী, সবার শিডিউল, কাজের তালিকা—নিজেকেই করতে হয়েছে।’
কুসুম বলেন, ‘গল্প থেকে শুরু করে সবকিছুর সঙ্গেই আমাকে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে হয়েছে। চিত্রনাট্য করেছি, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সবই পরিকল্পনা করে করতে হয়েছে। অন্যরা সহযোগিতা করছেন কিন্তু মূল কাজটা নিজেকেই বুঝে নিতে হয়েছে। এই কাজগুলো যেমন আনন্দের, তেমনই কষ্টের। এত টাকা লগ্নি করে সিনেমাটি বানানো। সেই সিনেমার দৈর্ঘ্য যখন কমাতে হয়, তখন খুবই কষ্ট লাগে। এতটা যত্ন করে সিনেমাটি নির্মাণ করা। সেখানে কোনো দৃশ্য ফেলে দেওয়া, পরিচালক হিসেবে নিজের কাছেই স্যাক্রিফাইস করেছি। আমি শুধু চাই, আমার দর্শকেরা নতুন কুসুমকে দেখুক।’
গত মাসে সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে। এখন সিনেমাটির প্রচারণায় দর্শকদের সামনে আসতে চান। তিনি বলেন, ‘পরিচালক হিসেবে প্রতিমুহূর্তে শিখেছি। এত চাপ কিন্তু পরিচালনা আমি এনজয় করেছি। এটা আমার প্রাপ্তি।’ ছবিতে কুসুমের সহ-অভিনেতা ইয়াশ রোহান। প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন তাঁরা। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। সবশেষে কুসুম জানালেন, সিনেমার জন্য আপাতত কোনো অভিনয় নয়। আগামী মাসে তাঁর একটি মিউজিক ভিডিও মুক্তি দেবেন।

Advertisement
Comments
Advertisement

Trending