বাংলাদেশের সিনেমা ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করলেন সুপারস্টার শাকিব খান। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের ১২৯ সিনেমা হলে এই তারকার ‘তুফান’ রীতিমত তাণ্ডব চালাচ্ছে।
ময়মনসিংহের ছায়াবাণী হলে রাত ১২ টা থেকে ৩টা পর্যন্ত শো চলার রেকর্ড গড়লো তুফান। অন্যদিকে বন্যার পানিতে ডুবতে থাকা সিলেটেও ছবিটি নিয়ে উন্মাদনা থেমে নেই। দর্শক চাপে গ্র্যান্ড সিলেট হোটেল এন্ড রিসোর্টে রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত শো প্রদর্শনী চলে। শুধু তাই নয়, মুক্তির পর থেকে ঢাকার মধুমিতায় টিকেট কালোবাজারি করে ব্ল্যাকিং থেকে হল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে গ্রেপ্তারও হয়েছে। এ তো গেল সিঙ্গেল স্ক্রিনের ঘটনা। দেশের সর্বাধুনিক সিনেথিয়েটার স্টার সিনেপ্লেক্সের চিত্রটা চোখে কপালে ওঠার মতো! কর্তৃপক্ষ জানান, তুফানের দাপটে কোনঠাসা হলিউডের মুক্তি পাওয়া নতুন ছবি ব্যাডবয়েস, হাইকু, ওয়াটার্স। এসব ছবির শো কমিয়ে দর্শক চাহিদার কারণে তুফানের শো দৈনিক বাড়ানো হচ্ছে। শুক্রবার থেকে দৈনিক ৫৫ শো চলবে। যা স্টার সিনেপ্লেক্সের ২০ বছরের ইতিহাসে যে কোনো সিনেমার সর্বোচ্চ শো! তবুও তুফানের দর্শক উন্মাদনা থামছে না।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ পরিস্কারভাবে জানিয়েছে, দরকার পড়লে তুফানের আরও বেশি শো দিতে আপত্তি নেই সিনেপ্লেক্সের। আরও জানায়, ‘তুফান’ দাপটে হলিউড যেমন কোনঠাসা, তেমনি মুক্তি পাওয়া আরও চারটি বাংলা ছবির অবস্থাও নাজুক!
হাই ভোল্টেজ অ্যাকশন ধাঁচের ছবি ‘তুফান’ পরিচালনা করেছেন পোড়ামন ২, পরাণ ও দামাল খ্যাত নির্মাতা রায়হান রাফী। শাকিব ছাড়াও এতে আছেন চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত, মিশা সওদাগর, নাবিলা, ফজলুর রহমান বাবু, মিমি চক্রবর্তীসহ অনেকে।