Connect with us

তারকা ভুবন

বাঁধনের এই জামদানি তৈরিতে লেগেছে ৬ মাস

Published

on

বাঁধনের এই জামদানি তৈরিতে লেগেছে ৬ মাস

৭৪তম কান চলচ্চিত্র উৎসবে লালগালিচার ‘আইকনিক’ সেই লুকের পর থেকেই অভিনেত্রী আজমেরী হক বাঁধন যেন জামদানির ‘অলিখিত’ ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বাঁধনের পাইন গ্রিনরঙা জামদানিটির নকশা করেছেন ‘নব’–এর উদ্যোক্তা সীলমাত চিশতী। ঐতিহ্যবাহী নকশাই ফুটে উঠেছে বুননে। আর সেটি বুনেছেন জামদানি তাঁতি মো. আলি আকবর। পরিকল্পনা, নকশা, বুনন—সব মিলিয়ে ছয় মাসে তৈরি হয়েছে শাড়িটি।
জামদানি শাড়িতে খুব বেশি নিরীক্ষা করার সুযোগ থাকে না। আঁচল আর পাড়ে লাল, নীলসহ নানা রং নিয়ে খেলা হয়েছে। ডিজাইনার সীলমাত বলেন, ‘বাঁধন যখন আমাদের সঙ্গে তাঁর লুক নিয়ে যোগাযোগ করে, তখন আমরা চেয়েছি ফরমাল আবার লালগালিচার জন্যও মানানসই—এ রকম একটি লুক তৈরি করতে। চেয়েছি, এই গরমে জমকালো আয়োজনে বাঁধনের যেন ফুরফুরে একটা অনুভূতি হয়। শাড়ি, জুয়েলারি, চুলের স্টাইল—সবকিছু মিলিয়ে আমরা একটা ছিমছাম, মিনিমালিস্টিক লুক চেয়েছি। তবে আমি চেয়েছি, বাঁধন চুলটায় যেন একটা “মেসি বান” করে।’

Advertisement
Comments
Advertisement

Trending