নিউইয়র্কে বললেন পরিচালক রায়হান রাফি
বহুল আলোচিত চলচ্চিত্র তুফান এর পরিচালক এখন যুক্তরাষ্ট্রে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের হলগুলিতে এখন চলছে তুফান।চলচ্চিত্রটির প্রচারনাতে অংশ নিতেই চলচ্চিত্রটির যুক্তরাষ্ট্র পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এর আমন্ত্রণেই তিনি এসেছেন যুক্তরাষ্ট্রে।তার সন্মানে ১০ জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক উডসাইডের গুলশান ট্যারেসে এক মিট এন্ড গ্রিড অনুষ্ঠানের আয়োজন করে বায়োস্কোপ ফিল্মস।মিট এন্ড গ্রিট অনুষ্ঠানটির মধ্যদিয়ে পরিচালক রায়হান রাফি মিলিত হন নিউইয়র্কের মিডিয়া কর্মী এবং সুধীজনদের সাথে।অনুষ্ঠানে তুফান ছবিটির নির্মান এবং সাফল্যে নিয়ে বিস্তারিত কথা বলেন রায়হান রাফি। রাফি বলেন তার অন্যান্য চলচ্চিত্রগুলো বিষয় ভিত্তিক বা সত্যি ঘটনার আলোকে নির্মান করলেও, তুফান চলচ্চিত্রটি তিনি নির্মান করেছেন শুধুমাত্র বিনোদনকে মাথায় রেখেই, যেখানে দর্শকরা হলে যাবেন শুধুই বিনোদনে নিজেকে কয়েকটি ঘন্টা ব্যাস্ত রাখবেন বলেই।তুফানের বিপুল পরিমানে দর্শকপ্রিয়তা এবং দর্শক চাহিদার কারনে শীঘ্রই তিনি তুফান-২ নির্মানে হাত দেবেন বলে জানান। যুক্তরাষ্ট্রের হলগুলিতে তুফান ছবিটি প্রদর্শনের জন্য এবং উত্তর আমেরিকায় বাংলাদেশী চলচ্চিত্রের বাজার তৈরীতে অগ্রনী ভুমিকা পালনের জন্য তিনি ধন্যবাদ জানান বায়োস্কোপ ফিল্মস এর দুই কর্ণধার রাজ হামিদ এবং নওশাবা রশিদ রুবনা’কে