Connect with us

তারকা ভুবন

৪ বছর পর ঈদের বাইরে শাকিব খান, উৎসবমুখর হবে তো!

Published

on

৪ বছর পর ঈদের বাইরে শাকিব খান, উৎসবমুখর হবে তো!

‘প্রিয়তমা’, ‘রাজকুমার’, ‘তুফান’; পর পর তিন ঈদে ধারাবাহিক হিট। হ্যাটট্রিক হিটও বলা যায়। ঈদের মাঝেও এই ছবিগুলো ঘিরে যেন দেশজুড়ে আলাদা উৎসবের আমেজ নেমেছিল। আড়াই মাস বিরতিতে এই সেপ্টেম্বরে ফের মুক্তি পাচ্ছে শাকিব খানের সিনেমা। যেন ছবি মুক্তির রোলার কোস্টারে চেপে বসেছেন শাকিব খান।
তবে ব্যতিক্রম এই, টানা চার বছর পর ঈদ বা উৎসবের বাইরে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি ‘দরদ’। এই সুবাদে ফের দেখার পালা, ঈদের বাইরে শাকিব খান কতোটা উৎসবের আমেজ আনতে পারেন প্রেক্ষাগৃহে।
বলা দরকার, ঈদ-উৎসবের বাইরে শাকিব খানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘নবাব এলএলবি’। নির্মাতা একই, অনন্য মামুন। ছবিটি মুক্তি পায় ২০২০ সালে। যা দর্শকপ্রিয়তার বিচারে বেশ অসফল।
এদিকে গত ঈদে মুক্তি পাওয়া সুপারহিট ‘তুফান’ প্রচারণার অংশ হিসেবে এখন ভারতে অবস্থান করছেন শাকিব খান। সেই ফাঁকে রবিবার (৭ জুলাই) সকালে কলকাতার হোটেলে নায়কের সঙ্গে দেখা করেন অনন্য মামুন। এরপরই শাকিবের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফেসবুকে জানান, ‘দরদ’ মুক্তি পাচ্ছে এই সেপ্টেম্বরে। ১৫ জুলাই থেকে প্রচারণা শুরু করবেন। বাংলাদেশের পাশাপাশি বিশ্ববাজারে ভালো কিছু করাই ‘দরদ’ সংশ্লিষ্টদের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যের বড় অংশজুড়ে বাঙালিরা থাকেন। সেই দর্শক ধরা ‘দরদ’ টিমের অন্যতম লক্ষ্য।
অনন্য মামুন বলেন, ‘‘মুক্তির আগে দুই মাস আমাদের প্রচারণায় চমক থাকবে। শাকিবিয়ানদের নিয়ে প্রথম কোনও বড় আয়োজন হবে। সেখানে জানানো হবে সেপ্টেম্বর মাসের কোন তারিখ ‘দরদ’ প্যান ইন্ডিয়ান ছবি হিসেবে একযোগে মুক্তি পাবে।’’
এর আগে ঈদের দিন প্রকাশ পেয়েছিল ‘দরদ’-এর টিজার। যেখানে বহুরূপী শাকিব খানকেই দেখা গেছে! কখনও তিনি একেবারে ছাপোষা মানুষ, আবার কখনও ভয়ংকর! টিজার বলছে, সাইকো থ্রিলার ঘরানার ছবি হচ্ছে ‘দরদ’।
শাকিবের সঙ্গে এই ছবিতে থাকছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ‘দরদ’কে বলা হচ্ছে প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা। যার ফলে বাংলার পাশাপাশি ছবিটি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায়। এই ছবিতে আরও আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী।

Advertisement
Comments
Advertisement

Trending