Connect with us

তারকা ভুবন

মিষ্টি জান্নাতকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে তমা মির্জার আইনি নোটিশ

Published

on

মানহানিকর মন্তব্যের অভিযোগ তুলে দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে (মিষ্টি জান্নাত) আইনি নোটিশ দিয়েছেন আরেক অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা (তমা মির্জা)। একই সঙ্গে জান্নাতকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) রেজিষ্ট্রি ডাকে তমা মির্জার পক্ষে আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এ নোটিশ পাঠান। নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অই দুটি ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়েছে নোটিশে।

এতে বলা হয়, এসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তমা মির্জার সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির জন্য করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।

এসব কারণে নোটিশে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending