Connect with us

তারকা ভুবন

আবারও ডিপফেকের শিকার আলিয়া

Published

on

আলিয়া ভাট

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট আবারও ডিপফেক ভিডিওর শিকার হলেন। এক কালো কামিজ পরা তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে আলিয়ার চেহারা! এ নিয়ে বেশ বিভ্রান্তিতে পড়েছেন নেটিজেনরা।
পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, আবারও আলিয়া ভাটের ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। গত মাসেই আলিয়ার মুখের ছবি অভিনেত্রী ওয়ামিকা গাব্বির শরীরে বসিয়ে এআই ভিডিও সোশ্যালে ভাইরাল করা হয়েছিল। এবার তার মুখ কালো কামিজ পরা এক তরুণীর শরীরে বসিয়ে দেওয়া হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, চিকনকারি কাজ করা সালোয়ার-কামিজ পরে ঝোলা দুল পরছেন। জামার হাতায় চিকনের নকশাকে ক্যামেরায় দেখাচ্ছেন।
এর আগে একাধিক বলিউড নায়িকার ভিডিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অশ্লীল পোশাক বা অঙ্গভঙ্গি করা অন্য কারও শরীরে বসিয়ে সোশ্যালে ভাইরাল করা হয়েছে। তা নিয়ে বিতর্কও ছড়িয়েছে।
সমীক্ষা অভতর নামে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করেছে। প্রোফাইলে লেখা, এখানে সব ভিডিও এআইয়ের সাহায্যে শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। ইতোমধ্য ভিডিওটি ১৭ মিলিয়ন দর্শক দেখেছে।

Advertisement
Comments
Advertisement

Trending