আসছে ১৫ই নভেম্বর নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস, সান ফ্রান্সিস্কো, শিকাগো, বোস্টন, কানেক্টিকাট সহ বিশ্বব্যাপী শুভ মুক্তি হতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘দরদ’র।
শাকিব খান অভিনীত অপর জনপ্রিয় ছায়াছবি ‘তুফান’ এর আকাশচুম্বী সাফল্যের পর বায়োস্কোপ ফিল্মস যুক্তরাষ্ট্র এবং কানাডায় ‘দরদ’ ছবির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। এ উপলক্ষ্যে বায়োস্কোপ ফিল্মস এর নওশাবা রশিদ এবং রাজ হামিদ বলেন, ‘দরদ’ বায়োস্কোপ ফিল্মস এর ৪৮ তম পরিবেশনা। আগামী ১৫ই নভেম্বর নিউ ইয়র্ক, লস এঞ্জেলেস সহ বেশ কয়েকটি বড় বাজারে ‘দরদ’ মুক্তি পাবে, এবং পরবর্তী শুক্রবার ২২শে নভেম্বর সারা দেশে মুক্তি পাবে ‘দরদ’। নিউ ইয়র্কের কিউ গারডেন সিনেমাস এবং হিক্সভিল-এর শোকেস ব্রোডওয়ে থিয়েটারে সপ্তাহ ব্যাপী চলবে ‘দরদ’। দরদের সাফল্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাজ হামিদ বলেন, ‘দরদ আন্তর্জাতিক মানের একটি চলচ্চিত্র। তুফানে যেমন মেগা স্টার শাকিব খানকে দর্শক লুফে নিয়েছেন, দরদেও শাকিব খানকে দর্শক বেশ কমপ্লেক্স চরিত্রে দেখবেন। শাকিব ভাই অবিসংবাদিত ভাবে কেবল ঢাকার দর্শকদের ভেতরই নয়, উত্তর আমেরিকার বাংলা ছবি প্রেমীদের মধ্যেও সুদৃঢ় আসন তৈরী করে নিয়েছেন।’
‘দরদ’ চলচ্চিত্রে মেগাস্টার শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন মুম্বাই নায়িকা সুনল চাওহান এবং কোল্কাতার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার। ‘দরদ’ নিয়ে ছবির পরিচালক অনন্য মামুন বলেন, ‘দরদ’ একটি প্যান ইন্ডিয়ান এবং বিশ্বব্যাপী এক যোগে চারটি মহাদেশে একই দিনে মুক্তিপ্রাপ্ত প্রথম বাংলাদেশের চলচ্চিত্র হতে যাচ্ছে। দরদে একটি গল্প আছে, গল্প বিন্যাস আছে। আর সাথে আছে শাকিব খান এবং সুনাল চাওহান এর অনবদ্য অভিনয় এবং কেমিস্ট্রি। ছবির গানগুলো দর্শক মন ছুঁয়ে যাবে। তার প্রমান ইতোমধ্যেই ‘জিস্মে তেরা’ গানটির বিশাল জনপ্রিয়তা ইউ টিউবে। দর্শকরা ‘দরদ’-এ বিনোদন এবং গল্প দুটোই পাবেন।
‘দরদ’র নিউ ইয়র্ক মুক্তির অপেক্ষায় আছেন বহু শাকিব ভক্ত এবং অনুরাগী। এবার ‘দরদ’র নিউ ইয়র্কের প্রচারে ইভেন্ট পার্টনার হিসেবে থাকছে কনসার্ট আয়োজোনে বিখ্যাত গ্যালাক্সি মিডিয়া। গ্যালাক্সি মিডিয়ার কর্ণধার বদরুদ্দোজা সাগর বলেন, ‘দেশের পরিস্থিতিতে উদ্বিগ্ন প্রবাসীরা এখন বিনোদন খুঁজছেন। তার প্রমান গ্যালাক্সি মিডিয়া আয়োজিত সাম্প্রতিক আর্টসেল এবং ওয়ারফেজের কনসার্টে বিপুল দর্শক সমাগম। আমরা ‘দরদ’-এ তেমনি দর্শক আগ্রহ দেখতে পাচ্ছি। গ্যালাক্সি মিডিয়া বায়োস্কোপ ফিল্মসের পাশেই ছিল গত তিন বছর ধরে। ‘দরদ’ উত্তর আমেরিকায় নতুন মাত্রা জোগ করবে।’
‘দরদ’ সিনেমার পরিচালনা ছাড়াও গল্প এবং চিত্রনাট্য লিখেছেন অনন্য মামুন। ছবিটির চিত্রগ্রহন করেছেন ভেঙ্কাটাশ গঙ্গাধারি, এডিটে ছিলেন সোমনাথ দে এবং মিউজিক দিয়েছেন আরাফাত মাহমুদ। ‘দরদ’-এ যাদের গান শোনা যাবে তার মধ্যে আছেন বালাম, কোনাল, নাকাশ আজিজ, ইমরান মাহমুদুল এবং নোবেল ম্যান।
‘দরদ’-এর প্রযোজনায় ছিলো এ্যাকশেন কাট এন্টারটেইনমেন্ট, এসকে মুভিজ, আশোক এবং হিমাংশু ধানুকা, কামাল মাহমুদ কিবরিয়া এবং অনন্য মামুন। ছবিটি আমেরিকা এবং কানাডায় পরিবেশন করছে বায়োস্কোপ ফিল্মস।