Connect with us

তারকা ভুবন

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

Published

on

এ আর রহমান ও সায়রা বানুর বিবাহ বিচ্ছেদ

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। সব সময় পজিটিভ খবরের শিরোনামে থাকেন। এবার এর ব্যতিক্রম হলো। হিন্দুস্তান টাইমসে প্রতিবেদনে বলা হয়েছে, এ আর রাহমান ও তার স্ত্রী সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন।
এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ ইতোমধ্যে একটি আনুষ্ঠানিক বিবৃতিও প্রকাশ করেছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সংগীত পরিচালক আল্লারাখা রাহমানের (এ আর রাহমান) পক্ষ থেকে বন্দনা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটস এই বিবৃতি প্রদান করছে। দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর, তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে, যা বর্তমানে উভয় পক্ষই মিটমাট করতে সক্ষম নন।’
উল্লেখ্য, ১৯৯৫ সালে এ আর রাহমান ও সায়রা বানুর বিবাহ হয়। তাদের তিন সন্তান– খাদিজা, রাহিমা ও আমিন। তাদের বড় মেয়ে খাদিজা ২০২২ সালে বিয়ে করেছেন।
এদিকে এ আর রহমানের ছেলে আমিন ইনস্টাগ্রামে রাহমান পরিবারের গোপনীয়তা রক্ষার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন।

Advertisement
Comments
Advertisement

Trending