Connect with us

তারকা ভুবন

যে কারণে মিথিলা নাটক থেকে দূরে

Published

on

রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা পরিচিতি পেয়েছেন নাটক দিয়ে। কয়েক বছর আগেও টিভি খুললেই দেখা যেত মিথিলাকে। রোমান্টিক গল্পে তাঁর অভিনয় মুগ্ধ করত দর্শকদের। তবে গত চার বছর নাটকে দেখা নেই মিথিলার। এখন মাঝেমধ্যে ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন। তবে নাটক থেকে একেবারেই দূরে আছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে মিথিলা জানালেন নাটক থেকে দূরে থাকার কারণ।
মিথিলার মতে, গল্প ও চরিত্র পছন্দ না হওয়ার কারণেই নাটকে পাওয়া যাচ্ছে না তাঁকে। অভিনেত্রী বলেন, ‘প্রায় চার বছর টেলিভিশনের কোনো কাজ করছি না। তাই বলে এমন নয় যে নাটকে আর অভিনয় করব না। সত্যি বলতে, লাস্ট কয়েক বছর ধরে যে ধরনের চিত্রনাট্য পাচ্ছি, তা আমাকে টানছে না। চরিত্র পছন্দ হচ্ছে না, গল্প খুব গতানুগতিক মনে হচ্ছে। গল্প শুনে মনে হয়, এমন গল্পে আগেও অভিনয় করেছি। এ কারণেই মূলত নাটকে কাজ করা হয়ে উঠছে না।’
মিথিলা এখন এমন ধরনের কনটেন্টের সঙ্গে যুক্ত হতে চান, যেখানে অভিনয় করার সুযোগ থাকবে। নিজেকে ভেঙে নতুন চরিত্রে থিতু হওয়ার চ্যালেঞ্জটা নিতে চান। মিথিলা বলেন, ‘টেলিভিশন নাটকে অভিনয় করার সময় একই ধরনের চরিত্র করেছি অনেকবার। পাশের বাসার মেয়ে টাইপ চরিত্র, প্রেমের গল্পের নায়িকা। কিন্তু ওটিটি ও সিনেমায় আসার পর সব সময় চেষ্টা করেছি ভিন্ন কিছু করার। এই সিদ্ধান্তটা আসলে নিজের জন্যই নেওয়া।’
কাজলরেখা সিনেমা ও অ্যালেন স্বপন ওয়েব সিরিজের উদাহরণ টেনে মিথিলা বললেন, ‘একজন অভিনয়শিল্পী হিসেবে নিজেকে বিভিন্ন চরিত্রে দেখতে চাই। সেই চাওয়া থেকেই কাজলরেখা সিনেমায় কঙ্কন দাসীর চরিত্রে অভিনয় করেছি। প্রথমে আমিও হয়তো ভাবিনি, চরিত্রটি করতে পারব। কিন্তু শিল্পীর জায়গা থেকে চিন্তা করেছি, এটা করা উচিত। মাই শেলফ অ্যালেন স্বপনের শায়লা চরিত্রটি দেখার পর অনেকে বলেছে, তাঁরা নাকি ভাবেননি আমি এমন চরিত্র ফুটিয়ে তুলতে পারব।’
মিথিলা জানালেন, নতুন সিরিজ ও সিনেমা নিয়ে আলাপ হচ্ছে। শিগগিরই তাঁকে দেখা যাবে নতুন কাজে। মিথিলা বলেন, ‘দেশে বড় একটা পরিবর্তন এসেছে। সব মিলিয়ে গত দুই-তিন মাস কাজ নিয়ে কেউ হয়তো ভাবছিল না। দেশে যখন বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে, সবাই তখন সেটা নিয়েই ভাবে। এখন আবার সিনেমা-সিরিজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হয়েছে এরই মধ্যে। নতুন বছর নিয়ে সবার মতো আমারও অনেক প্রত্যাশা।’

Advertisement
Comments
Advertisement

Trending