Connect with us

তারকা ভুবন

‘বচ্চন’ পদবি নেই ঐশ্বরিয়ার, বিচ্ছেদ গুঞ্জনে হাওয়া

Published

on

‘বচ্চন’ পদবি নেই ঐশ্বরিয়ার, বিচ্ছেদ গুঞ্জনে হাওয়া

বলিউডের জনপ্রিয় দম্পতি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানান ধরনের গুঞ্জন চলছে। বলা চলে প্রতিদিনই তাদেরকে নিয়ে নতুন নতুন ঘটনা শোনা যাচ্ছে। এতদিন বিচিত্র গুঞ্জন শোনা গেলে অভিষেক ও ঐশ্বরিয়ার এ নিয়ে কোনো কথা বলেননি। তবে এবার সেই গুঞ্জনে নতুন হাওয়া দিয়েছে একটি ভিডিও। এটি দেখে সমালোচকরা বলেছেন ঐশ্বরিয়ার বিচ্ছেদ হয়েই যাচ্ছে!
কিছুদিন আগে দুবাইয়ে নারীর ক্ষমতায়ন বিষয়ক একটি আলোচনাসভায় অংশ নিয়েছিলেন ঐশ্বরিয়া। সেই মঞ্চে এ অভিনেত্রী উঠতেই পর্দায় ভেসে ওঠে তান নাম। সেই স্ক্রিনে দেখা গেছে শুধু ‘ঐশ্বরিয়া রাই’। তার নামে থেকে বাদ পড়েছে বচ্চন পদবি। এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ডিভোর্স গুঞ্জনের গতি আরও বৃদ্ধি পায়।
আসল ঘটনা হচ্ছে, ঐশ্বরিয়া অফিশিয়ালি এখনো ‘রাই বচ্চন’ই রয়েছেন। তার ইনস্টাগ্রামে দেখলেই তার পরিস্কার হয়ে যাবে। জানা গেছে, দুবাইয়ের এ অনুষ্ঠান নারী স্বাধীনতা, নারী শক্তি নিয়ে সেহেতুই আয়োজকরা ঐশ্বরিয়ার নামের পাশে রাই পদবি ব্যবহার করেছেন। তার স্বামীর পদবি তারা ব্যবহার করেননি।
গত সোমবার ছিল নারীদের প্রতি হওয়া হিংসাত্মক ঘটনার সমাপ্তি টানার আন্তর্জাতিক দিবস। এ উপলক্ষেই এ ভিডিও পোস্ট করেছেন ঐশ্বরিয়া। একটি জনপ্রিয় প্রসাধনী সংস্থার সঙ্গে যুক্ত রয়েছে সাবেক এ বিশ্বসুন্দরী। সেই সংস্থার হয়েই ভিডিওটি তৈরি করেছেন তিনি। যেখানে সব নারীদের মাথা উঁচু করে বাঁচার বার্তা দিয়েছেন অভিনেত্রী। নিজের হয়ে প্রশ্ন করার পরামর্শও দিয়েছেন তিনি। এরই মাঝে আবার তিনি বলেছেন, ‘নিজের মর্যাদার সঙ্গে কখনো আপস করবেন না’।
কখনো ডিভোর্সের গুঞ্জন, কখনো দূরত্ব কমার আভাস, আবার কিছুক্ষণ পরেই বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে তিক্ততার খবর। এদিকে শ্বশুরবাড়ি ছেড়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে বাপেরবাড়িতেই থাকছেন এ অভিনেত্রী। তার শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে নাকি মোটেই মিল হচ্ছে না।

Advertisement
Comments
Advertisement

Trending