Connect with us

তারকা ভুবন

এবার পাকিস্তানে ‘দেয়ালের দেশ’

Published

on

গত বছর পবিত্র ঈদুল ফিতরে মুক্তির পর প্রশংসিত হয়েছিল তরুণ নির্মাতা মিশুক মনির প্রথম সিনেমা ‘দেয়ালের দেশ’। ভিন্নধর্মী গল্প, নির্মাণ, গান আর শরীফুল রাজ-শবনম বুবলীর অভিনয় নজর কাড়ে দর্শক-সমালোচকদের। প্রায় এক বছর আবারও খবরের শিরোনামে সিনেমাটি। নতুন খবর, দেশের পর এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।
গত বছর পাকিস্তানের প্রায় দেড় শ প্রেক্ষাগৃহে মুক্তি পায় রায়হান রাফী পরিচালিত, শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। ছবিটি নিয়ে পাকিস্তানের দর্শকের আগ্রহের খবর প্রকাশ করে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
এবার জানা গেল রাজ-বুবলী অভিনীত ছবিটির মুক্তির খবর। ‘দেয়ালের দেশ’ যে পাকিস্তানে মুক্তি পাচ্ছে, সেটা ফেসবুকে নিশ্চিত করেছেন নির্মাতা।
এ প্রসঙ্গে গণমাধ্যমে মিশুক মনি বলেন, ‘এটা আমার প্রথম ছবি। গত বছর ছবিটি মুক্তির পর দর্শক ও সমালোচকদের কাছ থেকে দারুণ প্রশংসা পেয়েছি। এটা আমার জন্য বড় প্রাপ্তি। দেশে মুক্তির পাশাপাশি অনেক দেশেই মুক্তি পেয়েছে।
এবার মুক্তি পাচ্ছে পাকিস্তানে। এটাও আমার জন্য দারুণ খবর। আশা করি, পাকিস্তানের দর্শকদের কাছেও সিনেমাটি ভালো লাগবে।’
সরকারি অনুদানে নির্মিত এ ছবিতে আরও অভিনয় করেন স্বাগতা, শাহাদাত হোসেন, আজিজুল হাকিম, সাবেরী আলম প্রমুখ।

Advertisement
Comments
Advertisement

Trending