Connect with us

তারকা ভুবন

নিখিলও আছে, রিয়াও আছে এখন বিষয়টা পরিষ্কার…

Published

on

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়া চক্রবর্তীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। প্রয়াত প্রেমিকের সঙ্গে তাঁর নাম জড়িয়ে নানা ধরনের খবর হয়েছে সংবাদমাধ্যমে। মামলা আর পুলিশি জেরায় অস্থির হয়ে উঠেছিলেন রিয়া।
সেই ঘটনার সময় এক মাস কারাবাসও করেছিলেন। তবে গত বছর নতুন করে জীবন শুরু করেন তিনি, শুরু করেন নিজের নামে পডকাস্ট। এবার সম্পর্কের ক্ষেত্রেও নতুন শুরু হলো বাঙালি অভিনেত্রীর। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের দাবি, প্রেমিকের সঙ্গে নতুন বছর উদ্‌যাপন করেছেন তিনি।
কয়েক দিন ধরে নিজের ইনস্টাগ্রামে নতুন বছর উদ্‌যাপনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন রিয়া চক্রবর্তী। কোনো ছবিতে তাঁকে সমুদ্রের ধারে বই পড়তে দেখা গেছে, কোনো ছবিতে আবার দেখা গেছে সূর্যাস্ত উপভোগ করতে। জানা গেছে, ভারতের গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন তিনি। গুঞ্জন রটেছে, রিয়া নাকি উদ্যোক্তা ও ইউটিউবার নিখিল কামাথের সঙ্গে প্রেম করছেন। তাঁর সঙ্গেই গোয়ায় ছুটি কাটাচ্ছেন।
গোয়ার একটি ক্যাফেতে নিখিল কামাথের সঙ্গে বেঙ্গালুরুর একজন প্রযুক্তিবিদের দৌড়ানোর ছবি প্রকাশ্যে আসার কয়েক দিন পরই রিয়া তাঁর এই ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেন। সেখান থেকেই রিয়ার প্রেমের গুঞ্জন আরও ছড়িয়ে পড়ে।
রিয়া তাঁর ইনস্টাগ্রামে একটি সমুদ্রসৈকতে তাঁর বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। আর সেই ছবি ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সামনে আসতেই অনেকে মন্তব্য করেন, এ তো গোয়ার মারজিম সৈকত! তবে কোথায় ছুটি কাটাচ্ছেন, সেটা অবশ্য রিয়া প্রকাশ করেননি। এমনকি নিখিল কামাথের সঙ্গেও কোনো ছবি প্রকাশ করেননি তিনি।
রিয়ার পোস্ট প্রকাশ্যে আসতেই অনুসারীরা নানা ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ওহ, নিখিলও আছে, রিয়াও আছে। এখন বিষয়টা পরিষ্কার হলো।’
গত বছরের ১৭ ডিসেম্বর নিখিল কামাথ সমুদ্রসৈকতে হাঁটার ছবি শেয়ার করেছিলেন। জায়গাটা গোয়া বলে উল্লেখ না করলেও কয়েক দিন পর তাঁকে বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদের সঙ্গে গোয়ার এক ক্যাফেতে দেখতে পাওয়া যায়। নিখিল কামাথের ছবিতেও একজন লেখেন, ‘রিয়া চক্রবর্তীকে দেখা যাচ্ছে না।’ আরেকজন প্রশ্ন করেন, ‘এই ছবিটা কে তুলেছে?’
সম্প্রতি মুম্বাইয়ে নিখিল কামাথের বাইকে দেখা যায় রিয়াকে। তবে সাম্প্রতিক ছবিগুলো প্রকাশ্যে আসার পর তাঁদের প্রেমের গুঞ্জন আরও ছড়িয়ে পড়েছে।

Advertisement
Comments
Advertisement

Trending