বলিউডের প্রভাবশালী অভিনেতা সাইফ আলী খান গুরুতর আহত হয়েছেন। বুধবার রাতে অভিনেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অভিনেতাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বত্তরা। বর্তমানে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি আছেন সাইফ।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মধ্যরাতে এ ঘটনার পর আহত সাইফকে অটোতে করে হাসপাতালে আনেন তার ছেলে ইব্রাহিম। এত রাতে ড্রাইভার না থাকায় গাড়ি বা অ্যাম্বুল্যান্সের অপেক্ষা না করে রক্তাক্ত বাবাকে অটোতে করে হাসপাতালে নিয়ে আসেন ছেলে ইব্রাহিম।
জানা গেছে, ২৩ বছরের যুবক ইব্রাহিম মধ্যরাতে কোনো গাড়ি পাননি, যেটায় করে তিনি তার বাবাকে হাসপাতালে নিয়ে আসতে পারেন। না ছিল ড্রাইভার, না ছিল গাড়ি প্রস্তুত।
তাই তিনি বাধ্য হয়ে যাতে আর সময় অপচয় না হয় বা বাবার বেশি ক্ষতি না হয় তাই তিনি সাইফকে অটোয় করে হাসপাতালে নিয়ে যান। লীলাবতী হাসপাতাল পতৌদি প্যালেস থেকে দুই কিমি দূরেই অবস্থিত। পুলিশের পক্ষ থেকেও এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্প্রতি একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যেখানে দেখা গেছে কারিনা কাপুর খান অটোর পাশে দাঁড়িয়ে হাউস স্টাফের সঙ্গে কথা বলছেন।
জানা গেছে, সাইফ আলী খানের মোট ছয়টা আঘাত আছে, এর মধ্যে একটি শিরদাঁড়ার কাছে। তবে ইতিমধ্যেই অপারেশন করা হয়েছে তার। এখন তিনি বিপদমুক্ত বলে তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে খান পরিবারের বাকিরা সবাই সুস্থ আছে।
১৫ জানুয়ারি ভোররাতে ঘটনাটি ঘটে।
ডাকাতদের আটকাতে গিয়ে সাইফ আহত হন। যখন ডাকাতরা আসে তখন সাইফ এবং পরিবারের অন্যান্য সদস্যরা ঘুমিয়ে ছিলেন। পরে বিষয়টা টের পেয়ে নায়ক ডাকাতদের বাধা দিতে গেলে তাদের সঙ্গে ধস্তাধস্তির জড়িয়ে পড়েন। সেই সময়ই সাইফকে ছুরিকাঘাত করা হয় বলে জানা গেছে। এর ফলে গুরুতর জখম হন অভিনেতা।
বান্দ্রা পুলিশ স্টেশনে এফআইআর নথিভুক্ত করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি পুলিশ দল গঠন করা হয়েছে। ইতিমধ্যেই এক সন্দেহভাজনকে পুলিশ আটক করেছে। বান্দ্রা ডিভিশনের ডিসিপি গণমাধ্যমকে বলেন, ‘রাত আড়াইটার দিকে ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। সাইফ আহত হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি, তবে গুরুতর মনে হচ্ছে না। তিনি ছুরিকাঘাতে আহত হয়েছেন নাকি অন্য কোনোভাবে আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। মুম্বাই ক্রাইম ব্রাঞ্চও এই ঘটনার তদন্ত করছে।’
আইসিইউতে নেওয়া হলো সাইফ আলী খানকে: সাইফ আলী খানকে বর্তমানে রাখা হয়েছে আইসিইউতে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে।
ভারতীয় গণমাধ্যম এবিপির খবরে জানানো হয়েছে, নিউরোসার্জন ডা. নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জন ডা. লীনা জৈন এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডা. নিশা গান্ধীর নেতৃত্বে ডাক্তারদের একটি দল অস্ত্রোপচার করছেন।
চিকিৎসকরা বলেছেন, ‘ঘাড় ও হাতের চোটও যথেষ্ট গুরুতর ছিল। প্লাস্টিক সার্জারি করা হয়েছে সেই আঘাতে। সাইফকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। তিনি এখন বিপদমুক্ত ঠিকই।
বৃহস্পতিবার দুপুরের কিছু পরে সাইফের টিমের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করে জানানো হয়, সাইফ আলী খানের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে এবং এখন তিনি বিপন্মুক্ত। এই মুহূর্তে তিনি ধীরে ধীরে সেরে উঠছেন, চিকিৎসকরা সব সময় নজর রাখছেন। পরিবারের সব সদস্য নিরাপদে রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ইতিমধ্যেই এই ঘটনায় মুম্বাই পুলিশ সাইফ-কারিনার বাড়ির কয়েকজন পরিচারককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এর আগে আরও তিনজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে মুম্বাই পুলিশ। তাদের মধ্যে ছিলেন বাড়ির এক পরিচারক, লিফটম্যান ও একজন নিরাপত্তারক্ষী। ১৫ জনের একটি দল গঠন করে এই ঘটনার তদন্ত করছে মুম্বাই পুলিশ।