Connect with us

তারকা ভুবন

মাতৃত্ব আগে, বড় বাজেটের সিনেমা ছাড়লেন কিয়ারা

Published

on

কিছুদিন আগেই বলিউডের তারকা দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি জানিয়েছেন যে তাঁরা মা–বাবা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা এ খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। নতুন খবর অনুযায়ী, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে বড়সড় এক প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা।
আগামী দিনে কিয়ারাকে ‘ওয়ার ২’, ‘টক্সিক’-এর মতো বিগ বাজেটের ছবিতে দেখা যাবে। এখন তিনি এই দুই ছবির শুটিং পাশাপাশি করছেন বলে জানা গেছে। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কিয়ারা তাড়াতাড়ি ছবি দুটির শুটিং শেষ করতে চাইছেন।
ছবি দুটির শুটিং শেষ হলে মাতৃত্বকালীন ছুটিতে যাবেন তিনি। অভিনেত্রী চান, এই পর্যায়টা ভরপুর উপভোগ করতে। এদিকে কিয়ারা এক বড়সড় ফ্র্যাঞ্চাইজি ছবি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
জানা গেছে, বহুল প্রতীক্ষিত ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন কিয়ারা। ফারহান আখতারের এই ছবিকে ঘিরে দীর্ঘদিন চর্চায় ছিলেন অভিনেত্রী। অনেকের মতে, ‘ডন’-এর মতো সুপারহিট ফ্র্যাঞ্চাইজির অংশ হওয়া কিয়ারার ক্যারিয়ারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তবে নিজের পেশাগত জীবনের চেয়ে মাতৃত্বকে আগে রেখেছেন তিনি। আর তাই এখন কিয়ারা মা হওয়ার দিকে মনোনিবেশ করতে চাইছেন বলে শোনা যাচ্ছে। এদিকে খবর যে সিদ্ধার্থ কিয়ারার বিশেষ যত্ন নিচ্ছেন।
এই দম্পতি তাঁদের হবু সন্তানকে ঘিরে এখন থেকেই খুব সিরিয়াস বলে জানা গেছে। কিয়ারা কখনই চান না, এ সময়ে কোনো ঝুঁকি নিতে। তাই ‘ডন ৩’-এর মতো ছবি থেকে সরে দাঁড়াতে দ্বিতীয়বার ভাবেননি তিনি। ফারহানের এই সিকুয়েল ছবির মূল নায়ক হিসেবে দেখা যাবে রণবীর সিংকে। জানা গেছে, নির্মাতারা এখন কিয়ারার পরিবর্তে অন্য নায়িকার সন্ধানে আছেন। এখন অপেক্ষা যে রণবীরের বিপরীতে কোন বিটাউন রূপসীকে দেখা যাবে। ‘ডন ৩’ ছবিতে অভিনেতা বিক্রান্ত ম্যাসিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। আর এই ছবিতে তিনি খলনায়ক হয়ে আসতে চলেছেন বলে খবর।
জানা গেছে, কিয়ারা মা হওয়ার কিছু মাস পরই আবার কাজের জগতে ফিরবেন।
কারণ, তাঁর হাতে আছে ‘শক্তিশালিনী’ ও ‘ধুম ৪’-এর মতো ছবি। আগামী বছর অর্থাৎ ২০২৬-এর শেষের দিকে এই দুই ছবির শুটিং তিনি শুরু করবেন বলে শোনা যাচ্ছে।

Advertisement
Comments
Advertisement

Trending