Connect with us

তারকা ভুবন

ডিসেম্বরে সিডনির ‘দ্য হাউসমেইড’

Published

on

চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পেতে চলেছে হলিউড তারকা সিডনি সুইনি অভিনীত নতুন থ্রিলার সিনেমা ‘দ্য হাউসমেইড’। বড়দিন উপলক্ষে ২৫ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা পল ফেইগ।
‘দ্য হাউসমেইড’ চলচ্চিত্রটি একটি রহস্যময়-থ্রিলার ধাঁচের গল্প নিয়ে নির্মিত, যেখানে সিডনি সুইনি মূল চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটির কাহিনি এক তরুণ গৃহপরিচারিকার জীবনকে কেন্দ্র করে ঘটে যাওয়া অদ্ভুত ও ভয়ংকর কিছু ঘটনার ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
সিডনি সুইনি এর আগেও তার দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন, বিশেষ করে ‘ইউফোরিয়া’, ‘দ্য হোয়াইট লোটাস’-এর মতো জনপ্রিয় টিভি সিরিজে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে।
প্রতীক্ষিত এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক উত্তেজনা লক্ষ করা যাচ্ছে। আসন্ন বড়দিনের ছুটিতে রহস্য ও রোমাঞ্চের স্বাদ নিতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন ‘দ্য হাউসমেইড’ দেখার জন্য।
সিডনির সুইনি পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন ব্র্যান্ডন স্কলেনার, আমান্ডা সেইফ্রিডসহ আরও অনেকে।
এদিকে সুইনিকে সবশেষ দেখা যায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়া
ইডেন সিনেমায়। সিনেমাটি পরিচালনা করেছেন রন হাওয়ার্ড। সারভাইভাল থ্রিলার ঘরানার এ ছবিটি দর্শকমহলে বেশ সাড়া ফেলে। সুইনির পাশাপাশি এ চলচ্চিত্রে অভিনয় করেন আনা ডি আরমাস, ভেনেসা কার্বি, টবি ওয়ালেসসহ আরও অনেকে।

Advertisement
Comments
Advertisement

Trending