Connect with us

সুস্বাস্থ্য

কিডনির জন্য ‘নীরব ঘাতক’ উচ্চ রক্তচাপ

Published

on

উচ্চ রক্তচাপের সমস্যা যাদের আছে ওষুধ তাদের নিত্যদিনের সঙ্গী। উচ্চ রক্তচাপ নিয়ে সতর্কতার অভাব রয়েছে অনেকের মধ্যে। নতুন একটি গবেষণা জানাচ্ছে, দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত রক্তচাপ কিডনির পক্ষে ভীষণ ক্ষতিকর হতে পারে। গবেষণায় দেখা গেছে, উচ্চ রক্তচাপ রয়েছে এমন রোগীর মধ্যে ৫০ শতাংশেরই কিডনি বিকল হওয়ার আশঙ্কা রয়েছে। যা ভবিষ্যতে ডায়ালাইসিস এবং প্রতিস্থাপনের মতো জটিলতাও ডেকে আনতে পারে।

চিকিৎসকেরা বলছেন, অনিয়ন্ত্রিত রক্তচাপ সারা শরীরে ছড়িয়ে থাকা রক্তবাহিকাগুলোকে সরু এবং ভঙ্গুর করে দেয়। কিডনি সংলগ্ন ধমনীগুলো হয় খুব শক্ত, না হয় খুব দুর্বলও করে দিতে পারে। ফলে রক্ত পরিস্রুত করার কাজে ব্যাঘাত ঘটে।

শরীরে জমা দূষিত পদার্থ সাধারণত মূত্রের মাধ্যমে শরীর থেকে বাইরে বেরিয়ে যায়। সেই কাজটি করতে সাহায্য করে কিডনি। কিন্তু কিডনি সঠিকভাবে কাজ করতে না পারলে ওই দূষিত পদার্থ উল্টে রক্তের সঙ্গে মিশতে শুরু করে।

পরবর্তীকালে ডায়ালাইসিস ছাড়া রক্ত পরিস্রুত করার আর কোনো উপায় থাকে না। তবে শুধু কিডনি নয়। অনিয়ন্ত্রিত রক্তচাপ হার্ট, মস্তিষ্ক এবং চোখের ক্ষতিও করতে পারে।

 

Advertisement
Comments
Advertisement

Trending