লিপ বাম মাখলে ফাটা ঠোঁট মসৃণ হয়। তবে এতে ঠোঁটের মরা কোষ দূর হয় না। গোলাপি ঠোঁট পেতে ওই মৃত কোষ দূর করতেই হবে। যার জন্য করা চাই স্ক্রাব। তবে মুখের বা গায়ের স্ক্রাব ঠোঁটে মাখলে কিন্তু বিপদ। এর জন্য আছে ঘরোয়া সমাধান
চিনি : এক চা চামচ চিনিতে মধু বা নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি ঠোঁটে মেখে হালকা করে ঘষতে থাকুন। দুই-তিন মিনিট পর ধুয়ে ফেলুন।
নরম টুথব্রাশ : হালকা গরম পানিতে নরম টুথব্রাশ ভিজিয়ে নিন। ঠোঁটে আলতো করে ব্রাশ করুন কিছুক্ষণ। এতেও মরা চামড়া দূর হবে। সেইসঙ্গে ঠোঁটে রক্ত সঞ্চালন বাড়বে এবং ঠোঁটের স্বাভাবিক রং ফিরবে।
গোলাপের পাপড়ি : কয়েকটা গোলাপের পাপড়ি দুধে ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তারপর দুধের সঙ্গে পাপড়ি পেস্ট করে নিন। ঠোঁটে মিশ্রণটি লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
বিটের স্ক্রাব : এক টেবিল চামচ বিট গুঁড়োর সঙ্গে এক চামচ মধু ও এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিন। ঠোঁটে মেখে হালকা করে ঘষুন। ২-৩ মিনিট পর ধুয়ে ফেলুন।
কফি স্ক্রাব : এক টেবিল চামচ কফি পাউডার, এক চামচ মধু ও এক চা চামচ অলিভ অয়েল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটা ঠোঁটে ঘষে দুই-তিন মিনিট পর পানিতে ধুয়ে ফেলুন।