Connect with us

তথ্য ও প্রযুক্তি

আইফোনে ছবি ও ভিডিও লুকিয়ে রাখবেন যেভাবে

Published

on

আইফোনে ছবি ও ভিডিও লুকিয়ে রাখবেন যেভাবে

স্মার্টফোনে নিজের ব্যক্তিগত ছবি ও ভিডিও থাকে। বিব্রতকর পরিস্থিতি এড়াতে এর মধ্যে কিছু ছবি অন্যকে দেখাতে চান না অনেকেই। অ্যান্ড্রয়েড ডিভাইসের মতো আইফোনেও ছবি লুকিয়ে রাখার সুবিধা রয়েছে।
আইফোনের গোপন অ্যালবামে ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখা যায়। ফলে অন্য কারও হাতে আপনার ডিভাইসটি থাকলে ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহারকারীরা দেখতে পারবে না। তবে গুগল ফটোজ ব্যবহার করেও এটি করা যাবে।

অ্যাপল ফটোজের মাধ্যমে ছবি ও ভিডিও লুকাবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো লুকিয়ে রাখার সবচেয়ে সহজ উপায় হলো একটি গোপন অ্যালবাম তৈরি করা। এই অ্যালবামের আওতায় বাছাই করা ছবি ও ভিডিও রেখে পুরো অ্যালবাম লুকিয়ে রাখতে পারবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. আইফোনে ফটো অ্যালবাম চালু করুন।
২. যে ছবি ও ভিডিও লুকিয়ে রাখবেন, সেগুলোর ওপর ট্যাপ করে ধরে রেখে তা নির্বাচন করুন।
৩. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৪. মেনু থেকে ‘হাইড’ অপশনে ক্লিক করুন।
৫. এরপর ছবি ও ভিডিও লুকিয়ে রাখা দরকার তা নিশ্চিত করার জন্য ‘কনফার্ম’ অপশনে ট্যাপ করুন।
এর মাধ্যমে ছবি ও ভিডিওগুলো নিয়ে একটি লুকানো অ্যালবাম তৈরি হবে।

ছবি ও ভিডিও আনহাইড করবেন যেভাবে
ছবি ও ভিডিওগুলো আবার ফিরিয়ে আনার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. ফটোজ অ্যাপ চালু করুন।
২. নিচের দিকে থাকা অ্যালবাম ট্যাবে ট্যাপ করুন।
৩. এটি মেনু চালু হলে এর নিচের দিকে স্ক্রল করতে থাকুন। এরপর ‘হিডেন’ অপশনে ট্যাপ করুন।
৪. লুকিয়ে রাখা অ্যালবামটি আনলক করতে নিজের ফেইস আইডি বা টাচ আইডি ব্যবহার করুন।
৫. এরপর যেসব ছবি ও ভিডিও আনহাইড করতে চান সেগুলোতে ট্যাপ করুন।
৬. এরপর ডান দিকে থাকা ‘মোর’ (তিন ডট আইকোন) অপশনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
৭. মেনু থেকে ‘আনহাইড’ অপশনে ক্লিক করুন।

গুগল ফটোজের মাধ্যমে
গুগল ফটোজে ছবি ও ভিডিও সংরক্ষণ করলে এর মাধ্যমে এসব কনটেন্ট লুকিয়ে রাখতে পারবেন। ফোটোজ অ্যাপের ‘লকড ফোল্ডার’ অ্যাপের মাধ্যমে এটি করা যাবে। এ জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. গুগল ফটোজ অ্যাপে প্রবেশ করুন।
২. নিচের দিকে থাকা লাইব্রেরি অপশনে ট্যাপ করে ‘ইউটিলিটিজ’ অপশন নির্বাচন করুন। ফলে একটি নতুন পেজ চালু হবে।
৩. পেজে স্ক্রল করে ‘লকড ফোল্ডার’ অপশনে ট্যাপ করুন।
৪. এরপর ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিয়ে ‘গ্যালারি প্লাস’ আইকনে ট্যাপ করুন। ফলে ছবির তালিকা দেখা যাবে।
৫. এক বা একাধিক ছবি নির্বাচন করে ওপরে থাকা ‘মুভ’ বাটন ট্যাপ করুন।
৬. আবার ফিঙ্গারপ্রিন্ট বা ফেইস আইডি দিতে হবে। এরপর একটি পপআপ মেনু দেখা যাবে।
৭. মেনু থেকে কনফার্ম বাটনে ট্যাপ করুন।
৮. আবার ‘মুভ’ বাটনে ট্যাপ করে ‘অ্যালাউ’ বাটনে ট্যাপ করলেই নির্দিষ্ট ছবিগুলো লক ফোল্ডারে জমা হবে।

Advertisement
Comments
Advertisement

Trending