Connect with us

তথ্য ও প্রযুক্তি

ফেসবুক স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে

Published

on

ফেসবুক স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে

ফেসবুকে কোনো বিষয়ে বন্ধু ও ফলোয়ারদের মতামত জানার একটি সহজ উপায় হলো প্ল্যাটফরমটিতে ‘পোল’ তৈরি করা। এর মাধ্যমে ফেসবুকের ফলোয়াররা সক্রিয় হন। কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফিচারটি বেশ সহায়ক। এ ছাড়া তাৎক্ষণিক অভিমত পেতেও এটি খুবই কার্যকর।
পোল কী : ফেসবুকের পোল অনেকটা ভোটের মতো। এখানে যেকোনো বিষয় নিয়ে ফলোয়ার বা বন্ধুদের প্রশ্ন করতে পারেন ব্যবহারকারীরা। সেই সঙ্গে প্রস্তাবিত দুটি উত্তর অপশন হিসেবে জুড়ে দেওয়া হয়। অপশনগুলো থেকে পছন্দের বিষয়টি বাছাই করবেন ফলোয়াররা। নির্দিষ্ট সময় শেষে কোন অপশনটি ফলোয়াররা বেশি নির্বাচন করছেন, তা জানা যাবে। ফেসবুক স্টোরি, গ্রুপ ও পেজে এই পোল তৈরি করে শেয়ার করা যায়। তবে নিজের প্রোফাইলে সাধারণ পোস্ট হিসেবে এটি তৈরি করা যায় না। অর্থাৎ আপনার টাইমলাইন বা নিউজ ফিডের মাধ্যমে এটি করতে পারবেন না।

ফেসবুক স্টোরিতে পোল তৈরি করবেন যেভাবে
ফলোয়ার বা বন্ধুদের খুব দ্রুত দৃষ্টি আকর্ষণের জন্য ফেসবুক স্টোরির মাধ্যমে পোল তৈরি করা যায়। সাধারণ স্টোরির মতো এটি ২৪ ঘণ্টা থাকবে।
ফেসবুক স্টোরিতে পোল তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১.ফেসবুক অ্যাপে প্রবেশ করুন এবং ওপরের ডান দিকে থাকা প্লাস আইকোনে ট্যাপ করুন। এর ফলে একটি ছোট মেনু চালু হবে।
২. মেনু থেকে স্টোরি অপশনে ট্যাপ করুন।
৩. যে ভিডিও ও ছবি স্টোরিতে দিতে চান তা নির্বাচন করুন।
৪. এরপর ওপরের ডান দিকে থাকা স্টিকার আইকোনে ট্যাপ করুন। এরপর পোল অপশনে ট্যাপ করুন।
৫. এরপর নিজের পছন্দমতো প্রশ্ন ও পোলের অপশনগুলো টাইপ করুন।
৬. শেয়ার বাটনে ট্যাপ করুন। এভাবে স্টোরিতেই পোল তৈরি হবে।

Advertisement
Comments
Advertisement

Trending