যুক্তরাষ্ট্রের টেক্সাসে উভালদে শহরের একটি স্কুলে গুলির ঘটনায় নিহত শিক্ষার্থীদের পরিবার একটি অস্ত্র তৈরি করা প্রতিষ্ঠান এবং দুটি প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি হচ্ছে ফেসবুকের প্রধান কোম্পানি মেটা এবং মাইক্রোসফট। ওই পরিবারের দাবি প্রযুক্তি প্রতিষ্ঠান দুটি অবৈধভাবে অস্ত্রের বিজ্ঞাপন প্রচার করেছে। খবর আল জাজিরা
স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় বর্ষ উদযাপনে শুক্রবার ওই দুই মামলার বিষয়টি সামনে আসে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম আলোচিত ছিল স্কুলের এই বন্দুক হামলার ঘটনা। ২০২২ সালের ২৪ মে ১৮ বছর বয়সী তরুণ সালভাদর রামোস স্কুলে ঢুকে ভয়াবহ গুলি চালায়। এতে ১৯ শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হয়। আহত হয় আরও ১৭ জন।
উভালদের জেলা আদালতে প্রথম মামলাটি করা হয়েছে। এতে আসামি করা হয়েছে দানিয়েল ডিফেন্সকে, বন্দুকধারী তরুণ যে অস্ত্রটি ব্যবহার করেছিল তার প্রস্তুতকারী ছিল দানিয়েলের জর্জিয়া ভিত্তিক অস্ত্র প্রস্ততকারী প্রতিষ্ঠানটি। দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছে লজ অ্যাঞ্জেলস সুপ্রিম কোর্টে। এতে আসামি করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামের মাদার কোম্পানি মেটা এবং মাইক্রোসফটের একটি সহযোগি প্রতিষ্ঠান ব্লিজার্ডকে লক্ষ্য করে।