ভারত থেকে প্রায় ৬০০ টন বা ১৫ লাখ আইফোন সরিয়ে নিয়েছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল। বিশেষ কার্গো বিমানে করে বিপুল পরিমাণ আইফোন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্কনীতি ঘোষণার পর অ্যাপল এই পদক্ষেপ নিয়েছে বলে একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে।
গত সপ্তাহে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। ওই ঘোষণার পরই অ্যাপল ভারত থেকে আইফোন সরিয়ে নিচ্ছে। অবশ্য পরে গতকাল বুধবার চীন ছাড়া অন্যান্য দেশের ওপর আরোপ করা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করেছেন ট্রাম্প।
বিশ্লেষকেরা সতর্ক করে বলেছেন, আইফোন আমদানির জন্য অ্যাপল চীনের ওপর বেশি নির্ভরশীল। ট্রাম্প চীন থেকে পণ্য আমদানির ওপর সর্বোচ্চ ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে আইফোনের দাম ব্যাপক বাড়তে পারে।
তবে শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার পর ভারত থেকে আইফোন তৈরিতে দাম বাড়বে না বলে মনে হচ্ছে।
ট্রাম্পের আগে ঘোষিত শুল্ক শুল্ক এড়াতে অ্যাপল ভারত থেকে এই বিপুল চালান নিয়েছে বলে অ্যাপলের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে।
এই পরিকল্পনার অংশ হিসেবে আইফোন নেওয়ার জন্য ভারতের
তামিলনাডু রাজ্যের চেন্নাই বিমানবন্দরে শুল্ক পরিশোধের সময় ৩০ ঘণ্টা থেকে কমিয়ে ৬ ঘণ্টা করার জন্য দেশটির বিমাবন্দর কর্তৃপক্ষের সঙ্গে তদবির করেছে অ্যাপল।
সূত্র জানিয়েছে, ভারতের বিমানবন্দরে তথাকথিত ‘গ্রিন করিডর’ ব্যবস্থাটি চীনের কিছু বিমানবন্দরে অ্যাপল যে মডেল ব্যবহার করে, তার আদলে তৈরি।
ওই সূত্রটি ও ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গত মার্চ থেকে প্রায় ৬টি কার্গো বিমান ভারত থেকে আইফোন নিয়ে যুক্তরাষ্ট্র গেছে। প্রতিটি বিমানের ধারণক্ষমতা ১০০ টন। চলতি সপ্তাহে ট্রাম্পের নতুন শুল্কনীতি কার্যকর হওয়ার পর একটি কার্গো বিমান ভারত ছেড়েছে।
প্যাকেজের মধ্যে আইফোন ১৪ ও এর চার্জিং কেব্ল রয়েছে, যার ওজন প্রায় ৩৫০ গ্রাম। সব মিলিয়ে কার্গোতে থাকা ৬০০ টন প্যাকজের ওজন হিসাব করে দেখা গেছে, সেখানে প্রায় ১৫ লাখ আইফোন ছিল।
তবে এ বিষয়ে জানতে চাইলে অ্যাপল ও ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় কোনো মন্তব্য করতে রাজি হয়নি। বিষয়টি গোপনীয় হওয়ায় কোনো সূত্রই নাম প্রকাশ করতে রাজি হয়নি।
প্রতিবছর সারা বিশ্বে ২২ কোটির বেশি আইফোন বিক্রি করে অ্যাপল। কাউন্টার পয়েন্টের গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে মোট আইফোনের এক–পঞ্চমাংশ ভারত থেকে আসে। বাকিগুলো আনা হয় চীন থেকে।
গতকাল বুধবার চীন থেকে আমদানি করা পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। ২ এপ্রিল চীনের ওপর ৫৪ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি।
রোজেনব্ল্যাট সিকিউরিটি শো–এর প্রক্ষেপণ অনুযায়ী, ৫৪ শতাংশ শুল্ক আরোপ করা হলে যুক্তরাষ্ট্রে আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১ হাজার ৫৯৯ ডলার থেকে বেড়ে ২ হাজার ৩০০ ডলার হবে। এমন অবস্থায় ভারত থেকে আইফোন আমদানি বাড়িয়েছে যুক্তরাষ্ট্র।