Connect with us

কবিতা

এই ব্রহ্মাণ্ড আমার | তসলিমা নাসরিন

Published

on

newyork-somoy

এই ব্রহ্মাণ্ড আমাকে জন্ম দিয়েছে,
এর যাবতীয় কিছুর ওপর মহাশূন্য
সমান অধিকার আমার।
আমি কারও পাকা ধানে মই দিচ্ছি না,
কারও মাথায় পাথর ভাঙছি না।
কারও কিছু ছিনিয়ে নিচ্ছি না।
কাউকে ধর্ষণ করছি না।
হত্যা করছি না।

তুমি কে হে আমাকে বলার আমি
কোথায় যাবো কোন পথে যাবো,
কী বলবো! কী কথা, কীভাবে!
কী দেখবো কখন,
কী সব শুনতে বারণ, কী কী শোনা যাবে,
কার সঙ্গে চলবো, কাকে এড়াবো!
মহাশূন্য সমান স্বাধীনতা আমার,
আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে থেকো না,
গ্রহ নক্ষত্র অভিশাপ দেবে,
ছায়াপথ অভিশাপ দেবে,
রাতের তারাগুলো দেবে,
চাঁদ দেবে,
আমি দেবো।

ব্রহ্মাণ্ডকে বুড়ো আঙুল দেখিয়ে তুমি বাঁচতে চেও না।

Advertisement
Comments
Advertisement

Trending